শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
আব্দুল মান্নান, বিশেষ প্রতিনিধি :-রাজশাহীর বাঘাই আলাইপুর মন্ডলপাড়ার নবাব আলী( ৪৫ ) নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকা মূল্যের ৪০০ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ । নবাব আলী আলাইপুর মন্ডলপাড়া গ্রামের খলিল মন্ডল এর ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে 29/ 10/ 2022 (শনিবার)তাকে আদালতে প্রেরন করা হয়। পুলিশ জানাই গত শুক্রবার ২৮ অক্টোবর অভিযান চালিয়ে নবাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে এর বাড়ির স্বয়ং কক্ষে চার শত বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।এ সময়।নগদ ১৫ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানা ওসি সাজ্জাদ ।