সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, খুলনার দিঘলিয়ায় আছাবুর হত্যা মামলার পলাতক ০২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দুপুর ১ টায় খুলনা মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া আসামিরা হলেন, মোঃ কালু শেখ ও মোঃ কামাল শেখ। তারা দিঘলিয়া এলাকার বাসিন্দা।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, জমি দখল নিয়ে আছাবুর শেখের সাথে প্রতিপক্ষ গ্রুপের বিরোধ দীর্ঘদিনের। পূর্ব বিরোধের জের হিসেবে গত অক্টোবর তারিখ সকাল ৭ টার দিকে আছাবুররের সাথে আসামিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামী মোঃ কালু শেখ ও মোঃ কামাল শেখসহ অন্যান্য আসামীরা ভিকটিম আছাবুর শেখকে চাইানিজ কুড়াল দিয়ে আঘাত করে। গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয় লোকজন আছাবুরকে চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে ভিকটিমের ছেলে বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২৯ অক্টোবর র্যাব-৬ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আছাবুর শেখ হত্যা মামলার পলাতক আসামীরা খুলনা সদর থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র্যাব আভিযান চালিয়ে দুপুর ১ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পরে আসামিদেরকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।