শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন
ক্রাইম রিপোর্টার (চট্রগ্রাম বিভাগ):-গত (বুধবার) ২৬/১০/২০২২ ইং তারিখে দুপুর ০১টার সময় সীতাকুণ্ড মুরাদপুর ইউনিয়ন ৭নং দোয়াজিপাড়া এলাকায় সাংবাদিক শেখ আহমেদের বসতবাড়িতে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ভাংচুর ও লুটপাট চালায় সীতাকুণ্ড মুরাদপুর ইউনিয়নের দোয়াজিপাড়া রেহান উদ্দিন ও তার অন্য সহযোগীরা এসময় সাংবাদিক শেখ আহমেদের বাড়িতে প্রবেশ করার সময় মূল গেটে থাকা সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে।
এবং গেট বন্ধ থাকায় গেট ভেঙে দেয়, অতঃপর বাড়ির ভিতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ভাংচুর করে, এমনকি ঘরের হাসের খামারের বেড়াও ভাংচুর করে, শুধু ভাংচুর করে খ্যান্ত হয়নি চাঁদাবাজ রেহান উদ্দিন ও তার সহযোগীরা মিলে ঘরে থাকা সাংবাদিক শেখ আহমেদের বৃদ্ধ মাকে অকথ্য ভাষায় গালিগালা
ও গলা ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দেয়। ভাংচুর শেষে হাসের খামার থেকে ২৫০টি হাস ও ৪টি পালিত ভেড়া নিয়ে যায়। এবং অকথ্য ভাষায় গালাগালি করে ও ২,৫০,০০০ হাজার টাকা না দিলে সাংবাদিক শেখ আহমেদের বড় ভাইকে (শেখ কামাল) কে মেরে ফেলবে বলে বৃদ্ধ মাকে হুমকি দেয়।
সাংবাদিক শেখ আহমেদ এর বড় ভাই শেখ কামালের কাছে এ ঘটনার কথা মোবাইলে জানায় তার বৃদ্ধ মা। তার বড় ছেলে শেখ কামাল ৯৯৯ নম্বরে কল দিয়ে প্রশাসনিক সহযোগিতা চাইলে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে পৌছানোর ৫/১০ মিনিট আগেই চাঁদাবাজ রেহান উদ্দিন ও তার সহযোগীরা মালামাল নিয়ে শটকে পড়ে। এ ব্যপারে সাংবাদিক শেখ আহমেদের মা গণমাধ্যম কর্মীদেরকে বলে রেহান উদ্দিন দীর্ঘদিন আমার বড় ছেলের (শেখ কামাল ) এর কাছে ২,৫০,০০০টাকা চাঁদা দাবি করে মোবাইলে কল দিয়ে। চাঁদাবাজি তথ্য প্রমাণ হিসেবে অডিও রেকর্ড সংরক্ষিত আছে। চাঁদা দিতে অস্বীকার করলে গত ১১/০৯/২০২২ইং তারিখ সকাল ১০টার দিকে হটাৎ ঘরের সামনে এসে শেখ কামালের কাছে নগদ চাঁদার টাকা চাইলে মানসিক ও শারিরীক ভাবে অসুস্থ হয়ে মাটিতে লুটে পরে শেখ কামাল, শেখ কামাল অসুস্থ হয়ে পরায় চাঁদাবাজ রেহান উদ্দিন ও তার সহযোগীরা দ্রুত স্থান ত্যাগ করে। শেখ কামালকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করে তার পরিবার, চাঁদা না দিলে মেরে ফেলবে এ আতঙ্কে দিন কাটছে সাংবাদিক শেখ আহমেদর পরিবার।
সাংবাদিক শেখ আহমেদের বৃদ্ধ মা হামলার শিকার হয়ে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা ও বিচার চেয়ে সীতাকুণ্ড মডেল থানায় লিখত অভিযোগ দায়ের করেন।