1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

সফরকারী লন্ডন প্রবাসী ফটুবল টিমের প্রদর্শনী ফুটবলে পতেঙ্গা ফুটবল একাডেমি জয়ী ক্রীড়া প্রতিবেদন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৩৮ জন দেখেছেন

বাবুল হোসেন বাবলা:  ২৮অক্টোবর লন্ডন প্রবাসীদের সমন্বয়ে গড়া  শাহজালাল ইউনিটি এফ সি  ফুটবল টিম  এবং  বন্দর-পতেঙ্গা হালিশহরের সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত পতেঙ্গা ফুটবল একাডেমির মধ্যেকার প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ  টিএসপি স্কুল মাঠে আজ শুক্রবার (২৮অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

তীব্র প্রতিধন্ধিতা পূর্ণম্যাচে প্রাক্তণ  ফুটবলার মোঃলোকমান হোসেনের নেতৃত্বে পতেঙ্গা ফুটবল একাডেমি ২-০গোলে সফরকারী লন্ডন প্রবাসীদের শাহজালাল ইউনিটি এফ সি কে পরাজিত করে চ্যাম্পিয়ন  ট্রপি লাভ করে । দলের পক্ষে গোল দুটি করেন সাবেক তারকা ফুটবলার মোঃ সবুজ ও আব্বাস উদ্দিন।

প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচে আরো সাবেক তারকা ফুটবলার হচ্ছেন  জাহাঙ্গীর আলম মিন্টু, মোঃ তাহের (কিপার),সাইফুর রহমান ,মিনটু, মোঃ নাজির আহম্মেদ, তুফান, মোঃআসলাম,মোঃ জাহিদ ইউসুপ,মোঃ ইকবাল, মোঃ বেলাল,মানস,ওয়াহিদ, ইমতিয়াজ,মন্জু, দেলোয়ার,কাদের মোল্লা , সালাউদ্দিন সহ আরো অনেকে।শাহজালাল ইউনিটি এফ সির পক্ষে মহি মাহাবুব, জানে আলম,সুয়ান,অহিন-অনিক,সাজিব,আব্বাসী,কিমান সহ আরো অনেক প্রবাসী ফুটবলার।

খেলা পরিচালনা করেন- রেফারী মোঃ জসিম উদ্দিন, সহকারী-তৈয়ব আলী, মোঃ হারুন এবং ৪র্থ রেফারী মোঃ কামাল উদ্দিন। ম্যাচের চলতি ধারাবিবরণী দেন ক্রীড়া ধারাভাষ্যকার শরীফ মাহাবুবুল হক।

 

৭০মিনিটের খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চসিক কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, আব্দুল বারেক কোং, কাউন্সিলর প্রতিনিধি ওয়াহিদ চৌধুরী,তাহের এন্ড ব্রার্দাসের পরিচালক মোঃ মুনতাসির মামুন,টিএসপির সিবিএ সাঃসম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম শহিদ,পতেঙ্গা ফুটবল একাডেমির পরিচালক মোঃ মুজিবুল হক,ক্রীড়া সংগঠক এস.এ মহিউদ্দিন খালেদ মুন্না ,অনুষ্ঠানের স্পন্সর পরিচালক টিটু দেব, ইমতিয়াজ চৌধুরী।

 

অয়োজক পতেঙ্গা ফুটবল একাডেমির  পরিচালক  ও সংগঠক মোঃ নজরুল ইসলাম মিন্টু ও মোঃ জাবেদ হোসেনের সমন্বয়ে পুরস্কার বিতরণী সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোঃ সেলিম রেজা,হামিদুল হক,এম.এ রউফ, জামাল উদ্দিন, আক্তার হোসেন এবং পতেঙ্গা ফুটবল একাডেমির  সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান মিন্টু।

 

খেলায় অংশ নেওয়া সকল খেলোয়াড়দের ব্যক্তিগত ট্রফি সহ চ্যাম্পিয়ন,রানার্সআপ  দলের ট্রফি এবং  ডিনার ভোজন সভা সম্পন্ন হয়।

শেয়ার করুন

আরো দেখুন......