শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ উপকূলীয় জনপদ বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগ অবশেষে ভারমুক্ত হতে চলছে।কয়েক বছর ধরে আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদদ্বয় ভারপ্রাপ্ত দিয়ে চললেও আগামী ৩০ অক্টোবর আমতলী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হওয়ার মাধ্যমে ভারমুক্ত হবে আমতলী উপজেলা আওয়ামীলীগ।
জানা গেছে, ২০১৩ সালে আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ারকে সভাপতি ও সামসুদ্দিন আহম্মেদ ছজুকে সাধারণ সম্পাদক করা হয়।তার এক বছর পরে ২০১৪ সালে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সামসুদ্দিন আহম্মেদ ছজুকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি দেয়া হয়। পরে যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।পরবর্তীতে ২০২০ সালে তৎকালীন আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি,এম দেলওয়ার মৃত্যু করায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি করে আমতলী উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আগামী ৩০শে অক্টোবর আমতলী উপজেলা আওয়ামী লীগের সন্মেলন ঘিরে গত ২৩ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয় ঐ সভায় সম্মেলন বাস্তবায়নে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. এমএ কাদের মিয়া আহবায়ক ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আমতলী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ প্রত্যাশা করছেন দীর্ঘ নয় বছর সন্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমতলী উপজেলা আওয়ামীলীগ ভারমুক্ত হবে।