বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড, ওমর শাহ পাড়া দারুল উলুম ফাতেমা মডেল মাদ্রাসায় নাজেরা হিফজ সবক প্রদান সহ হামদ, নাত, কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৭ অক্টোবর রোজ বৃহস্পতিবার হাফেজ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আবু নাছের, প্রধান আলোচক ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় প্রধান অতিথি বলেন, আজকের এই হাফেজ শিশুরা যেভাবে খুব অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করে তাদের কলবে ধারণ করে তা পৃথিবীর আর কোন কিছু করা সম্ভব নয়। তিনি আরও বলেন, এই হাফেজ শিশুরাই আগামীতে ইসলাম কায়েম করাতে ভূমিকা রাখবে।
প্রধান আলোচক এর বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, সারা বিশ্বের মধ্যে কোরআন এর হাফিজরা যেভাবে ইসলামের ঝান্ডা তুলছেন তা আগামীর জন্য একটি বিরল। তিনি আরও বলেন সারা বিশ্বের মধ্যে অন্যান্যদের মধ্যে হাফেজরা বাংলাদেশের সুনাম অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। তাই আগামীতে এই কোরআন এর পাখিদের কে গড়ে তোলার জন্য পরিবার, সমাজ, এবং রাষ্ট্রের ভূমিকা অপরিসীম।
এই সময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক মেহেদী হাসান প্রমূখ।