1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

নিত্যনতুন গান নিয়ে সংগীত শিল্পী শখিনা আক্তার পপির পথচলা শুরু।

  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১২৯ জন দেখেছেন

মোঃরিয়াজ উদ্দিন স্টাফ রিপোর্টার  চট্টগ্রাম। চট্টগ্রামের বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ড সাব্বির বিল্ডিং এলাকায় বসবাস করে আসছেন নতুন সংগীত শিল্পী শখিনা আক্তার পপি।

নতুন সংগীত শিল্পী শখিনা পপির পিতা মোঃ উলু মিয়া,মাথা রঞ্জুনী বেগম,গ্রামের বাড়ী তৈতুর শহর থানা,শাহরাস্তী জেলা,চাঁদপুর এই নতুন সংগীত শিল্পীর বর্তমান ঠিকানা সাব্বির বিল্ডিং কলসিদিঘীর পার রোড এলাকায়।

২১ অক্টোবর রোজ শুক্রবার বিকেল শখিনা আক্তার পপির সংগীত জগতে আসার ব্যাপারে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,পৃথিবীতে  আমার কেউ নেই,আমার মা বিগত ৩১ মার্চ ২০২২ সালে মৃত্যু বরণ করেন,এর পর থেকেই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার মায়ের স্থানে বসিয়েছি, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে ডিজিটাল দেশে ডিজিটাল গান নিয়ে সামনের দিকে পথচলা শুরু করেছি।জীবনে যতদিন বাঁচব ততদিন আমি আমার মায়ের ছাত্রছায়ায় বেঁচে থাকতে চাই,জীবনে একবার হলে ও আমি আমার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করব।কারণ তিনিই এখন আমার মা,তিনি ছাড়া আমার আর কাউকে নাই।

সংগীত জগতের ব্যাপারে তিনি আরও বলেন,বর্তমানে দেশের গানের অবস্থা আগের মতো আর নেই, ইচ্ছা করলেই তো আর গান গাইতে পারব না,অনেক কিছু বোঝার বিষয় থাকে,আপাতত এর বাইরে কোন পরিকল্পনা নেই,তবে নিজের গান নিয়ে সামনের দিকে কিছু পরিকল্পনা করার চেষ্টা করছি,বিশেষ করে সিঙ্গেল গানের পরিকল্পনা।

তিনি আরও বলেন,পুরোদমে কাজ করতে চাই ঠিক করেছি আমার ভোক্তারা আমাকে সার্পোট দিয়ে গান গাওয়ার জন্য উৎসাহিত করবে,সিঙ্গেল গানের পাশাপাশি অ্যালবাম প্রকাশ করার ইচ্ছা আছে, অডিও গানের পাশাপাশি মানুষ এখন দেখতে চায় কোন শিল্পী কোন ধরনের গান করছেন,তাই দর্শকের চাহিদা অনুযায়ী কিছু গানের ভিডিও করার পরিকল্পনা রয়েছে,বলে জানান এই নতুন সংগীত শিল্পী শখিনা আক্তার পপি।

শেয়ার করুন

আরো দেখুন......