শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন
সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরিশাল- কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশন এর সামনে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
আজ সকাল ১০-৩০ মিঃ সময় বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার পথে আসা ঢাকা-ব ১৪-৭৭৯৪ সাগর পরিবহনের সাথে অটোরিকশা ও মোটরসাইকেল এর সাথে লেগে দিলে ঘটনাস্থলেই ১জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
নিহত অটোরিকশা চালক আঃ জব্বার (৬০) আমতলী নাচনাপাড়া গ্রামের কাছেম আলী শরীফের ছেলে।
আহতরা হলেন বরগুনার গাবতলি চৌদ্দঘর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ ফাহিমা ( ৪০) স্বামী মোঃ বাদল শরীফ ( ৬০) ও তাদের পুএ বাকীবিল্লাহ (৮) আহত বাদল শরীফ নিজ মটর সাইকেলে বাড়ী যাচ্ছিলেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান বলেন,ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে এবং বাসগাড়ীটি আটক করা হয়েছে।