বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা:- খুলনা নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা মেইন রোডের সম্রাট মঞ্জিলের মোঃ আব্দুল মালেকের স্ত্রী রাশিদা খাতুন(৪৫) এবং নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার উত্তর গোয়ালবন্দ গ্রামের আমজাদ হোসেন শিকদারের পুত্র আশরাফুল আলম(৪০)।
কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ০২ মাদক কারবারিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের নিকট হতে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।