বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১৯ অপরাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে সেনাবাহিনীর একজন ভুয়া সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ৬ খুলনার একটি অভিযানিক দল।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে ডুমুরিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাসেল।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গ্রেপ্তার হওয়া রাসেল নিজেকে কখনও সেনাবাহিনী আবার বিমান বাংলাদেশ বাহিনীর কর্মকর্তা বলে এলাকায় মানুষের সাথে প্রতারণা করছে। এমন সংবাদরে ভিত্তিতে খুলনা র্যাব-৬ এর একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এ সময়ে তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফুলশার্ট, একটি ফুলপ্যান্ট, একটি সেনা ক্যামো টুপি, একটি বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট, একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লেখা সম্বলিত আইডি কার্ড, দু’টি মোবাইল ফোন ও পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি ০৪ কপি উদ্ধার করা হয়।
পরে তাকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।