1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
চারঘাট-বাঘার নৌকার মাঝি হিসাবে শাহরিয়ারকে বরণ করতে উচ্ছুক জনতার ঢল শেরপুর তিন আসনের টানা তিনবারের এমপি দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত। ১শ’ টাকার স্ট্যাম্প ২শ’ টাকা – যশোর অভয়নগরে স্ট্যাম্প ক্রয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের এ সংকট দেড় মাস ধরে চলছে কলসী দিঘীর পাড় পকেট গেইট, হানিফ মিস্ত্রির বাড়ী, খাঁন সাহেবের গ্যারেজের সামনে রাস্তার উপর থেকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ হাসান আটক।  বরগুনায় সাংবাদিকতার নীতিমালা বিষয়ক প্রশিক্ষন কমশালা উদ্বোধন কর্ণফুলী ডাঙ্গারচরে নৌ-তদন্ত কেন্দ্রের নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে সিএমপি কমিশনার শেরপুরে বিস্ফোরক মামলার আসামী এখন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক তালতলীতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার শম্ভু’র পক্ষে কাজ করবেন শিহাব হরতালের প্রতিবাদে উত্তর হালিশহর ২৬ ওয়ার্ডে আ.লীগের শান্তি সমাবেশ।

ভূরুঙ্গামারীতে জীবনের সঞ্চয় হারিয়ে অজ্ঞান গার্মেন্টস কর্মী আলম; ধারাবাহিক ঘটছে এসব ঘটনা!

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩০৮ জন দেখেছেন

আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :-গার্মেন্টসে চাকরি করে ১৩ বছর ধরে জমানো ২ লক্ষ টাকা তুলে বাড়ি ফেরার পথে দিনে-দুপুরে অজ্ঞান করে নিয়ে গেছে অজ্ঞাত দুস্কৃতিকারীরা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সাড়ে এগারোটার দিকে ঘটে এ ঘটনা।

পরিবার সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ আজগর আলীর পুত্র মোঃ আলম পাশের উপজেলা নাগেশ্বরীতে এটিএম বুথ থেকে টাকা তুলে নিজ উপজেলা ভূরুঙ্গামারী আসতে আধা ঘণ্টার রাস্তা ৬ ঘন্টায়ও ফিরতে পারেনি।

বাবা, মা ও ভুক্তভুগীর স্ত্রী বলেন, তিনি ১৩ বছর ধরে চাকরি করেন ঢাকার মিরপুর-৭ নম্বরে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে। বাড়ির খরচ, ঢাকায় পরিবার নিয়ে থাকার খরচ সব মিটিয়ে তিল তিল করে গড়ে তোলা জীবনের সঞ্চয়টুকু রেখেছিলেন ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট খুলে। বাড়িতে এসে তিন দিনের ছুটিতে টাকা তুলে ঘরবাড়ি ঠিক করার আশায় এটিএম বুথ থেকে টাকা তুলতে যান পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায়।

ভূক্তভুগী আলম ১১ টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উঠিয়ে আনুমানিক সাড়ে এগারোটার দিকে বাড়িতে ফোনে নিশ্চিত করেন, কিন্তু এরপরে দীর্ঘ সাত ঘন্টা পর্যন্ত তার সাথে বাড়ি থেকে মুঠোফোনে যোগাযোগ করতে পারেনি, আধা ঘন্টার পথ হলেও বাড়িতে ফেরত আসেন সাত ঘন্টা পর তবে অজ্ঞান অবস্থায়। সর্বশেষ ছয় ঘণ্টা পর তার সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হলে এতোটুকুই জানান, তার কাছে টাকা পয়সা নেই, কেউ নিয়ে নিয়েছে। বাড়িতে আসার পর দেখা যায় তার মানিব্যাগ ,এটিএম কার্ডটিও টাকার সাথে নিয়ে নিয়েছে। পরিচিতজনেরা কেউ তাকে অটো রিক্সায় করে বাড়ি পৌঁছে দেয়, কিন্তু দীর্ঘ নয় ঘণ্টা পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি, কিভাবে কি হয়েছে তা জানাও সম্ভব হয়নি। স্থানীয় অনেকেই আশঙ্কা করছেন, হয়তো ছিনতাইকারী বা প্রতারক চক্র তাকে অনুসরণ করে এবং কোন উপায়ে অজ্ঞান করে তার কাছ থেকে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। তার চিকিৎসায় আসা স্থানীয় চিকিৎসক বলেন, হয়তো নেশা জাতীয় কোন দ্রব্য খাইয়ে তাকে অজ্ঞান করে বা অন্য কোন ভাবে অজ্ঞান করে তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে যায়।

 

বড় ভাই আশরাফ আলী বলেন, তার সাথে দীর্ঘ ৬/৭ ঘন্টায় কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে কিন্তু সে ফোন রিসিভ করেনি।

একই রূপ প্রতারণার খপ্পরে পড়ে এর ২ দিন পূর্বে ভূরুঙ্গামারীর এক দরিদ্র কৃষক তার গরু বিক্রির সাড়ে ৫৪ হাজার টাকা খুইয়েছেন।

শেয়ার করুন

আরো দেখুন......

বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসুচি। এনামুল কবীর এনাম বদলগাছী প্রতিনিধি নওগাঁ। নওগাঁর বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসূচী গত ৬ নভেম্বর বেলা ১১ টায় বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বদল গাছী সদর ইউপির আকট্ট্টি রাস্তার দুই পার্শ্বে তালবৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, ও থানা অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান। বেলা ১১ টায় বদলগাছী মডেল প্রেসক্লাবের কর্মসূচীর শুরুতে নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরণ করেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসে ও সাধারন সম্পাদক আবু রায়হান লিটন, সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম এবং প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু)। উক্ত কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের, সহঃ সভাপতি সাংবাদিক আবু সাঈদ মোঃ মোরছালিন (রোমেন), যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মুজাহিদ হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার সম্পাদক সাংবাদিক আশিক হোসেন, অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ ফজলে রাব্বি, নির্বাহী সদস্য নুরুজ্জামান লিটন, সদস্য সাংবাদিক তুহিন হোসেন, সদস্য সাংবাদিক সাগর হোসাইন, প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু), সেচ্ছাসেবী নজরুল ইসলাম, রহমত আলী প্রমুখ। এবিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন বলেন,এই ধরনের ভালো কাজে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি, মুহাঃ আতিয়ার রহমান বলেন,এই ধরনের সুন্দর একটি উদ্যোগ হাতে নেওয়ার জন্য বদল গাছী মডেল প্রেসক্লাবের সকল সদস্যদেরকে আমি সাধুবাদ জানায়। বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন বলেন,আমাদের এই কাজটি চলমান থাকবে।আজকে আমরা ৩হাজার বৃক্ষ রোপণ করেছি আস্তে আস্তে আরও অনেক বৃক্ষ রোপণ করার চেষ্টা অব্যাহত থাকবে। বদলগাছী মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম বলেন, তালবৃক্ষটি বাংলার ঐতিহ্য বাহী বৃক্ষ। এটি বজ্র নিরোধক হিসাবে সহযোগিতা করে, এবং আমাদের অনেক উপকার কারে আসে। আমরা বিনাস্বার্থে এটি রোপন করছি। উক্ত বিষয়ে প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু) বলেন, তালগাছ খুব উপকারী গাছ বদলগাছী মডেল প্রেসক্লাবের সাথে যৌথ উদ্দোগ্যে এই কর্মসূচী পালন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ।