শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, খুলনা জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডাক্তার শেখ বাহারুল আলম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই অভিযোগ জমা দেন।
এর আগে অপর স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারাও সিটি মেয়র এর বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ করেন।
অভিযোগে ডা. বাহার উল্লেখ করেন, গত ০৩ অক্টোবর খুলনা ক্লাবে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকসহ বিভিন্ন সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রকাশ্যে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক তার বক্তব্যে ভোটারদের ইঙ্গিত করে এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তাদের পক্ষে ভোট না দিলে পরিণতি কি হতে পারে তারও একটি উদাহরণ দিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হারুনুর রশীদ ওই মতবিনিময় সভায় উপস্থিত থেকে সভাপতিত্ব করেছেন।
চেয়ারম্যান প্রার্থী হওয়া সত্ত্বেও মতবিনিময় সভায় সভাপতিত্ব করে শেখ হারুনুর রশীদ নির্বাচনী আচরণ বিধি সরাসরি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অতি আবশ্যক।
প্রসঙ্গত, ০৩ অক্টোবর খুলনা ক্লাবে জেলার ৯ উপজেলার ইউপি চেয়ারম্যান, সদস্যসহ জেলা পরিষদ নির্বাচনের ভোটারদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় সিটি মেয়র প্রধান অতিথি এবং খুলনার ছয় সংসদ সদস্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ বিষয়ে জানতে কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেককে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
আওয়ামী লীগ মনোনীত খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশিদ বলেন, যে কেউ অভিযোগ করতে পারে। তবে সেটি নির্বাচন কমিশন যাচাই বাছাই করে প্রমাণ হলে ব্যবস্থা নেবে। এতে আমাদের কোন আপত্তি নেই।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, অভিযোগ যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।