শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন
বটিয়াঘাটা( খুলনা) প্রতিনিধি ” জলাতঙ্ক মৃত্যু আর নয়,সবার সাথে সমন্বয় “এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার সময় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্মেলন কক্ষে, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভেটোনারি সার্জন ডাঃ প্রিতিলতা দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ মল্লিক, এমওডিসি ডাঃ মাসুদুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান, ডাঃ শিল্পী বোস,ডাঃ শারমিন অনন্যা,স্বাস্থ্য পরিদর্শক মোঃ আনিসুজ্জামান, পরিসংখ্যান বীদ এস এম হামিদুল্লাহ,ষ্টাপ নার্সসহ এসময় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতি তার স্বাগত বক্তৃতায় বলেন, জলাতঙ্ক রোগ সম্পর্কে আপনারা কুকুর, বিড়াল,বেজি ও বানর থেকে সচেতন থাকবেন এবং কাউকে এই এসব প্রানী কামড় বা আচড় দিলে অবশ্যই তাকে ভ্যাকসিনের আশ্রয় নিবেন। তিনি আরও বলেন, একমাত্র কুকুরে কামড়ালে ৯০ ভাগ লোক জলাতঙ্ক আক্রান্ত হয়। তাই প্রানীদের ভ্যাকসিনের মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব।