1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বগুড়ার মোকামতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়লো কাভার্ডভ্যান চালকের চট্টগ্রাম- ১১ আসন”তৃণমূল আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিয়াউল হক সুমনের মনোনয়ন পত্র দাখিল গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন কাবির মিয়া হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র নেতৃত্বে হরতাল কর্মসূচীতে বিক্ষোভ মিছিল। ময়মনসিংহ ১৪৭,ফুলপুর ২ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দিলেন শরীফ আহমেদ। রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর মনোনয়নপত্র জমা। শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম চট্টগ্রামে তৃণমূল বিএনপি জোটের পক্ষে ৫ ও ১০ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল মনোনয়ন জমা দিলেন ঠাকুরগাঁও – ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপরে হামলা

সমাজ চাই মাদক মুক্ত , ভবিষ্যৎ প্রজন্মক যেনো নাহয় আর মাদকাসক্ত।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ জন দেখেছেন

ওমর ফারুক (চট্টগ্রাম প্রতিনিধি):-মাদকের রাহুগ্রাস থেকে বের হতে পারছেনা, আমার স্বাধের জন্মভুমিও।বারো+ তেরো বছর বয়স থেকে শুরু করে পঞ্চাশ বছর ষাট বছর  বয়সের লোকও আছে এলাকায় ,যারা মাদক ছাড়া চলতে পারেনা।

কেউ সেবন করে কেউ ব্যবসা করে আজ যারা মাদককে নিজের আপন করে নিলো তারা তো তাদের সুন্দর জিবনটাকে রসাতলে নিলোই সাথে সাথে তাদের পরে যারা নতুন প্রজন্ম উঠছে তাদের মাদক সেবি তাদের  জিবনটাকেও ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে।

বিভিন্ন এলাকায় গেলে চারদিকে মাদকের ছড়াছড়ি, যেসব বাঁচ্চাদের বাবা আমাদের বন্ধু ছিলো, এবং তাদের বিয়েটাও নিজেরাই দিয়েছিলাম,তাদের কচি কচি সন্তানদের হাতে আজ স্বর্বনাশী মাদকের ছড়াছড়ি।

তাই এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ যদি এখনই এলাকা থেকে মাদক দুর করার চেষ্টা না করেন ভবিষ্যতে কিন্তু অনেক কঠিন হয়ে দাড়াবে এই মাদক সেবি নতুন প্রজন্ম।

 

কারণ একজন মাদক সেবির দ্বারা পৃথিবীর সকল খারাপ কাজ করা সম্ভব মাদক সেবনের পর একজন মানুষের হিতাহিত জ্ঞান বলতে কিছুই থাকেনা বলেই তারা বিভিন্ন ভঙ্গিতে চলাচল করে ।

 

সমাজে আজ সন্তান বাবার গায়ে হাত তুলছে, মুখের বেবহার খুবই অশালীন চুরি ডাকাতি প্রতি বেশির সাথে মারপিট এমন কনো খারাপ কাজ নেই যে তারা করছেনা।

 

তদন্ত করে দেখেন সে অবশ্যই এডিক্টেড!মানুষ হত্যা করছে?তদন্তে দেখবেন সে হয়তো রাস্তায় অবলা নারী ইপ্টেজিং সহ নারী ধর্ষনর শিশু ধর্ষণের মতো জঘন্য কাজে লিপ্ত রয়েছে।

 

আর এই ধরনের মাধকাসক্তের প্রতিহিংসার   স্বীকার হচ্ছে? দেখুন মেক্সিমাম এডিক্টেডের দ্বারাই হচ্ছে।

 

নেশার টাকা জোগাড় করতে একজন নেশাখোর পৃথিবীর যে কোন কাজ করতে দ্বিতীয়বার ভাববেনা পাখির মতো মানুষ খুন করে ফেলে পঞ্চাশ একসো টাকার জন্য।

 

তাই এখন থেকে যদি এলাকাকে নেশামুক্ত করা না যায় ভবিষ্যত প্রজন্মের জন্য এটি একটি বড় অভিশাপ হবে হোয়ে দাড়াবে।

 

আর নেশাগ্রস্ত প্রতিটা ব্যক্তির প্রতিও অনুরোধ নিজের কথা নয়,অন্তত পরবর্তী প্রজন্মের কথা ভেবে আপনার আমার সন্তানের কথা ভেবে আজ থেকে মাদককে না বলুন মাদক ছেড়ে হাতে তুলে নিন দুধের গ্লাস।

 

কারন আপনি /আমি যে পথে চলবো ভবিষ্যৎ প্রজন্মও সে পথটাকেই সঠিক ভেবে নিবে তাই আমরা আগামী প্রজন্মকে আলোর পথ দেখায়।

 

প্রশাসনের পাশাপাশি আমরা যাঁরা সাধারণ জনগণ সবাই মিলেমিশে প্রশাসনকে সহযোগিতা করি মাদক মুক্ত সুস্থ সুন্দর একটা বাংলাদেশ ও সমাজ গড়ি।

 

মাদককে না বলি, নিজে বাঁচি, সংসার বাঁচাই, এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলি মাদক মুক্ত যেন একটি সুন্দর সমাজ গঠনে আমাদেরও কিছুটা  ভুমিকা থাকে।

শেয়ার করুন

আরো দেখুন......