1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
নোয়াখালী জেলার সুধারাম থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রায়হান’কে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-১১। সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ যানজট সৈনিক কল্যাণ সংস্থা Uno নিকট খেজুরের বীজ প্রদান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান ও মাস ব‍্যাপি সাংগঠনিক কর্মসূচি 2024 সম্পন্ন। বরগুনার তালতলীতে অবৈধ চোলাই মদসহ আটক ১ জন। “শিক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষকদের আন্তরিকতা প্রশংসনীয়”– “শিক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষকদের আন্তরিকতা প্রশংসনীয়” শেরপুরের ঝিনাইগাতী তিনজন হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী বরগুনা ডিবি পুলিশের হাতে আটক।

যশোরে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ তালিকাভুক্ত ০৩ সন্ত্রাসী গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ জন দেখেছেন

মোঃরজিবুল ইসলাম,ব্যুরো প্রধান(খুলনা বিভাগ):-যশোর শার্শার মহিষাকুড়া হতে আগ্নেয়াস্ত্র,কার্তুজসহ তালিকাভুক্ত ০৩ সন্ত্রাসী গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা পুলিশ ডিবি  ।

যশোর জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক নির্মুলের লক্ষ্যে পুলিশ সুপার যশোর মহোদয়ের দিকনির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বেনাপোল পোর্ট থানার মামলা নং-৩৯, তাং- ২২/০৬/২২ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ পেনাল কোড বিস্ফোরক উপাদানাবলী আইন,১৯০৮ এর ৩/৬ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম,এসআই সোলাইমান আক্কাস,এসআই শাহিনুর রহমানগণের সমন্বয়ে গঠিত অভিযানিক টিম মামলার ঘটনায় জড়িত আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে ২২/০৯/২০২২ইং তারিখ ভোররাত ০৩:৩০ ঘটিকায় শার্শার মহিষাকুড়া হতে সন্ত্রাসী (১) শাহাবাজ মন্ডল (৬০)পিতামৃত: নূর আলী মন্ডল, (২) জসিম উদ্দিন (৩৩)পিতা : আবেদার রহমান মোল্লা, (৩) সাহেব আলী বিল্লাল(৪০)পিতা: আমির আলী মোড়ল,সর্ব সাং:মহিষার্কুড়া,থানা:শার্শা,জেলা: যশোর আসামিদের গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্য মতে,

১২:৪৫ ঘটিকায় শার্শা থানাধীন মহিষাকুড়া দক্ষিনপাড়া সাকিনস্থ আসামী শাহাবাজের ভাই ইউনুচ আলী মন্ডলের বসতবাড়ীর গোয়াল ঘরের ৫০ গজ পশ্চিম পাশে বিচলী গাদার মধ্যে হতে ০১টা দুনালা বন্দুক,০৬টা বারো বোর কার্তুজ উদ্ধার করেন।

 

এ সংক্রান্ত শার্শা থানার মামলা নং-২২, তাং-২২/০৯/২২ খ্রিঃ, ধারা- The Arms Act,1878 u/s 19A রুজু হয়েছে।

আসামীরা অস্ত্র প্রদর্শনপূর্বক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে জুন মাসে নির্বাচিত মেম্বার বাবলুকে হত্যা করেছিল।

তাছাড়া তারা একটা সংঘবদ্ধ হয়ে এলাকায় চাঁদাবাজি,হত্যা,মাদক ব্যবসা করে আসছিল।

 

উল্লেখ্য ১নং আসামী শাহাবাজের বিরুদ্ধে ইতোপূর্বে ০২টা অস্ত্র,০২টা হত্যা,০৩টা মাদক মামলাসহ ১২টা মামলা রয়েছে।

২নং আসামী জসিম এর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ০৪টা মামলা রয়েছে।

৩নং আসামী বিল্লালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ০৩টা মামলা রয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......