বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮ অপরাহ্ন
তুফান চাকমা, নানিয়ারচরঃ– রাঙামাটির নানিয়ারচরে ১নং সাবেক্ষণ ইউনিয়নের কেঙ্গলছড়ি গ্রামে শুকনো বজ্রপাতের কারনে বিদ্যুতের খুঁটি, ডিস এন্টেনা, ঘরের টিন, মোবাইল ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া অচেতন হয়েছে আরও ৬ জন লোক।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শুকনো বজ্রপাতে এ ঘটনা ঘটে। এসময় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টার সময় হঠাৎ শুকনো বজ্রপাত হয়। এতে চূর্ণ বিচূর্ণ করেছে ডিস লাইন, বিদ্যুতের লাইন, ঘরের টিন, মোবাইল সহ ভেঙ্গে পড়েছে আরও গাছপালা। এছাড়াও আগুনের শিখা ছড়িয়েছে ৪টি ঘরের মধ্যে। ঘরে থাকা ৬ জন ব্যক্তি বিকট বজ্রপাতের শব্দে অচেতন হয়ে পড়ে। পড়ে এলাকাবাসী অচেতন ব্যক্তিদের প্রাথমিকভাবে বাড়িতে থালা বাসন বাজিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন।
রিপোর্ট লেখা লেখা পর্যন্ত তাৎক্ষনিক ভাবে অচেতন ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।