1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বগুড়ার মোকামতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়লো কাভার্ডভ্যান চালকের চট্টগ্রাম- ১১ আসন”তৃণমূল আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিয়াউল হক সুমনের মনোনয়ন পত্র দাখিল গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন কাবির মিয়া হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র নেতৃত্বে হরতাল কর্মসূচীতে বিক্ষোভ মিছিল। ময়মনসিংহ ১৪৭,ফুলপুর ২ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দিলেন শরীফ আহমেদ। রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর মনোনয়নপত্র জমা। শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম চট্টগ্রামে তৃণমূল বিএনপি জোটের পক্ষে ৫ ও ১০ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল মনোনয়ন জমা দিলেন ঠাকুরগাঁও – ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপরে হামলা

আলীকদমে পিকনিকের টাকা আত্মসাতের ঘটনায় মারামারি, দুজন আহত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ জন দেখেছেন

ক্রাইম রিপোর্টার (চট্রগ্রাম বিভাগ):-বান্দরবানের আলীকদমে পিকনিকের টাকা আত্মসাৎ করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে মারামারি সংঘটিত হয়েছে।

আজ ২৩শে সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩:৩০ মিনিটের  সময় আলীকদম উপজেলার পান বাজার খাদ্য গুদামের সামনে পিকনিক করার টাকা আত্মসাৎ করা নিয়ে পূর্বে ঘটে যাওয়া ঝগড়ার সূত্র ধরে  এই মারামারি সংঘটিত হয় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইতিপূর্বে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা  মোজাফর(৪৫) এর ছেলে মোহাম্মদ উল্লাহ বন্ধু বান্ধব মিলে পিকনিক করার জন্য সংগ্রহ করা টাকা আত্মসাৎ করলে আহত ব্যক্তিরা তাদের টাকা ফেরৎ চাইলে তাদের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটে। পরবর্তীতে আজকের ঘটনায় আহতদের  উপর মোহাম্মদ উল্লাহর পক্ষ থেকে স্বপরিবারে হামলা চালিয়ে দানু সর্দার পাড়ার মৃত আবুল খায়েরের ছেলে নবী হোসেন কে পিটিয়ে এবং নবী হোসেনের প্রতিবেশী (ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়) মুরাদ হোসেনকে মাথা ফাটিয়ে দেয়।

হামলাকারীরা এই বিষয়টি সামাজিকভাবে মীমাংসার  জন্য সমাজপতিদের কাছে কথা দিয়ে ও তারা পুনরায় হামলার প্রস্তুতি নেয়।

আজকের ঘটনায় মোজাফ্ফর ও তার ছেলে ফয়েজ (২৫) ছোট ভাই বাবলু (৩০) আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যাক্তিদ্বয় পুনরায় সংঘবদ্ধ হয়ে নবী হোসেন  প্রতিবেশী মুরাদ, মোশারফ,ইমান আলীর উপর আক্রমণ করে আহত করে।

খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। উক্ত ঘটনায় এখন পর্যন্ত কোন প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

মারামারির ঘটনায় আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

আরো দেখুন......