শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
ক্রাইম রিপোর্টার (চট্রগ্রাম বিভাগ):- আজ ২১ শে সেপ্টেম্বর চট্টগ্রামস্থ একটি অভিজাত রেস্তোরায় “চক বোর্ড “এর তরুন IT বিশেষজ্ঞ ও ব্যবস্থাপক সাইদুল কবির সাদের সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে মুল আলোচক ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আবদুল করিম মর্তুজা।
উক্ত মত বিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকেএ,র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ কে এম নুরুল বশর,কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব কবি ও প্রাবন্ধিক মোঃ কামরুল ইসলাম,চট্টগ্রাম বিভাগীয় সভাপতি লায়ন মোঃ কবিরুল ইসলাম,সাধারণ সম্পাদিকা লায়ন লুবনা হুমায়ুন সুমি,শিক্ষা সম্পাদক জাহানারা বেগম পায়রা ও অধ্যাপক সামশেদ সাত্তার সহ প্রমুখ।
বিকেএ এর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ কামরুল ইসলাম বলেন,Information technology যা সক্ষেপে আমরা বলি IT।’তথ্য’ শব্দটির ইংরেজি পরিভাষা হলো’Information’
ইংরেজি information শব্দটি ল্যাটিন শব্দমূল ‘informatio’ থেকে উৎপত্তি হয়েছে।
এই শব্দটির ক্রিয়ামূল ‘informare,যার অর্থ: কাউকে কোনো কিছু অবগত করা,পথ দেখানো,শেখানো, আদান-প্রদান ইত্যাদি।
তিনি বলেন, Chawk board ” কর্তৃপক্ষ আমাদেরকে যে নতুন পথের সন্ধান,প্রাপ্তি ও সম্ভবনার কথা বর্ননা করেছেন তাতে আমরা বিকেএ কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম বিভাগ আনন্দিত ও বিমোহিত।তাদের এই ধরনের কর্মকান্ড শিক্ষার গুণগত মান উন্নয়নে ভুমিকা রাখবে বলে ও তিনি আশা প্রকাশ করেন।