1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

সাংবাদিকতা যার পেশা নহে, শুধুই নেশা।

  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সংবাদকর্মী মোঃ তানজিল ইসলাম যার সাংবাদিকতা এখন পেশা নয়, নেশা। তিনি বর্তমানে দৈনিক তৃতীয় মাএা ও বিজয় বাংলাদেশ সহ দৈনিক বাংলাদেশ জনপদ পত্রিকায় কর্মরত আছেন।

 

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে সম্রান্ত মুসলিম পরিবারে ১৯৯৯ সালে জন্ম গ্রহন করেন। বর্তমানে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের  (গোলকপুর) স্বপরিবারে বসবাস করছেন। তিনি তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির একজন সদস্য। সাংবাদিকতার পাশাপাশি তিনি পেশায় একজন শিক্ষক। তিনি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি আব্দুল জব্বার কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

 

ক্রাইম বিডি.কম অনলাইন পত্রিকার মাধ্যমে ২০১৮ সালে শখের বশে তিনি সাংবাদিকতা শুরু করেন। ২০১৮ সালের শেষে তিনি তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি সদস্য পদ লাভ করেন। এরপর শুরু হয় মিডিয়া জগতে পথ চলা।

একটানা ৪ বছরের সাংবাদিকতায় একের পর এক ধারাবাহিক ভাবে কাজ করেছেন, দৈনিক কক্সবাজার, দৈনিক বরিশাল , দৈনিক অগ্রযাত্রা , দৈনিক ভোলার বাণী, জাতীয় দৈনিক মানচিত্র , দৈনিক সকালের সংবাদ, দৈনিক একাওর্র বার্তা , দৈনিক সংবাদ বাংলাদেশ। বর্তমানে তিনি জাতীয় দৈনিক তৃতীয় মাএা ও দৈনিক বিজয় বাংলাদেশ সহ দৈনিক বাংলাদেশ জনপদ পত্রিকায় তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।

 

অন-লাইন নিউজ পোর্টাল- সকালের খবর ২৪.কম , ধুমকেতু নিউজ  , আগামী নিউজ, উত্তর দক্ষিণ, দেশের খবর ২৪, ক্রাইম বিডি.কম, বরিশাল ট্রাবিউন ,সহ বেশ কয়েকটি অন-লাইনে সংবাদ সরবরাহ করছেন।

 

জনাব মোঃ তানজিল ইসলাম বস্তুনিষ্ঠ, মানবিক, সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতায় অনুকরণীয়। পাশাপাশি তাহার সেবামূলক কাজ, সদালাপী ও বিনয়ী  আচরণের কারনে জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের মনে। ইতোমধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে জেলার বাহিরে। তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছেন সমাজের ভালো মানুষরা। তিনি দোয়া চেয়েছেন সকলের কাছে।

শেয়ার করুন

আরো দেখুন......