সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
ক্রাইম রিপোর্টার(চট্রগ্রাম বিভাগ):- আজ ১৭ ই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ১১ টায় বিশ্ব মানবতার আলোকবর্তিকা বিশ্ব ব্যাপী সব লেখক দের প্রানের দাবি কলম একাডেমি লন্ডন কর্তৃক ১৮ সেপ্টেম্বরকে ” বিশ্ব লেখক অধিকার দিবস ” ঘোষনা আলাদা লেখক মন্ত্রনালয় সহ লেখকদের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী লন্ডন হতে (ভার্সুয়ালি) শুভেচ্ছা বক্তব্য রাখেন। কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম জেলার সভাপতি কবি করুণা আচার্যের সভাপতিত্বে ও লায়ন লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় মানববন্ধনে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কবি ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সভাপতি কবি কুতুবউদ্দিন বখতেয়ার, মুক্তিযোদ্ধা ও কবি শুক্কুর চৌধুরী,কবি মুজিবুর রহমান,কবি আলমগীর হোসাইন, গীতিকার হোসেন ইব্রাহিম,মোহাম্মদ বেলাল হোসেন সিরাজী,কবি সায়দুল হক,এড.সুসেন কান্তি দাশ,রাসু বড়ুয়া,ফিরোজ শাহ বাপ্পী,মোঃ আরাফাত হোসাইন, মুহাম্মদ নুরুল কবির করিমী,এবি মাহমুদ,প্রদ্যােত কুমার বড়ুয়া,এস এম এইচ জাহাঙ্গীর হাসান,মোহাম্মদ হেলাল মিয়া,মোঃ সামছুল হক সহ প্রমুখ। আয়োজিত মানব বন্ধনে শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী বলেন,সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে গত ১১ বছর ধরে সাহিত্যের মাধ্যমে বিশ্বে অসাম্প্রদায়িক এবং সাম্যসমাজ প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বের দেশে দেশে এমনকি গ্রামপর্যায়ে ও কলমের সংগঠন আছে। এই সংগঠন বিশ্ব জুড়ে এক অনুপম ভ্রাতৃত্ব ও ভালবাসার বন্ধন সৃষ্টি করেছে।জাতি,ধর্ম, দর্শন,শ্রেণি,বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে পৃথিবীতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সংগঠন বৃটেন এবং বাংলাদেশ থেকে রেজিস্ট্রার্ড চ্যারিটিবল সংস্থা (দুই জাহানের সংগঠন) ‘সারাহ-হাবিব লন্ডন’ এর অন্বিত সংগঠন।সাহিত্যের মাধ্যমে সমাজ বিনির্মাণের পাশাপাশি,এ সংগঠন বিভিন্নভাবে সমাজের অসহায় দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসে। এছাড়া উক্ত মানব বন্ধনে কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির যোগাযোগ,প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মানব বন্ধনের মুখ্য আলোচক কবি ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,আমরা কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবীর নির্দেশনা অনুযায়ী গত বছর সর্বপ্রথম আমি চট্টগ্রাম বিভাগ ও জেলার উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে প্রথম সাংবাদিক সম্মোলনে বিশ্ব লেখক অধিকার দিবস,লেখক মন্ত্রনালয়,লেখক দের বিভিন্ন দাবি সহ বিভিন্ন বিষয়ে জেলা,বিভাগীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে আমাদের দাবির যুক্তিকতা তুলে ধরেছি। এই সংগঠন বাংলা ভাষার প্রচার ও প্রসারের বাইরে ও বই-পুস্তক লিখে দেশে-বিদেশে বিনামুল্যে বিতরণ করে থাকে। শিক্ষা কেন্দ্র স্থাপন,ভারত ও বাংলাদেশের লেখকের লেখা ইংরেজিতে অনুবাদ ও বহির্বিশ্বে প্রচার প্রসারের ব্যবস্থাকরণ,এবং বাংলা ভাষার উপর বহিঃবিশ্বে সভা- সেমিনার করা সহ অনেক কাজ এই সংগঠন করে থাকে।এতে করে আমাদের দেশ ও আমাদের পতাকা আন্তর্জাতিক মহলে সম্মানিত হচ্ছে। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান মন্ত্রী লক্ষলক্ষ লেখকের মনের আবেদন ১৮ ই সেপ্টেম্বর কে বিশ্ব লেখক দিবস দিবস,লেখক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করে ইতিহাস সৃষ্টি করবেন।বিশ্বের বিভিন্ন দেশে ‘কলম একাডেমি লন্ডন’ এর শাখা আছে।এই সংগঠনে ভিন্ন ভাষাভাষীর লেখকরাও আছেন। তাঁরাও তাঁদের দেশে এই দাবির পক্ষে কাজ করছেন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা একজন বাংলাদেশী তাই তিনি চান এই দাবির বাস্তবায়ন প্রথম বাংলাদেশ থেকে এবং চট্টগ্রাম থেকে শুরু হোক। বাংলাদেশ ও চট্টগ্রাম প্রথম ইতিহাস সৃষ্টি করুক। পৃথিবীর ইতিহাসে বর্তমান প্রধানমন্ত্রীর নাম স্বর্ণাক্ষরে লিখিত হোক।এতে বাংলাদেশের নাম ও সম্মান আরো বহুগুণে বৃদ্ধি পাবে। বিশ্বের ভিন্ন ভাষাভাষীরা বাংলাভাষার প্রতি আগ্রহী হবে।বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল হবে। বেশ কিছু কারণে লেখকদের পাশে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সব কবি,লেখক,সাংবাদিক কে পেতে চাই-আমরা বাঙালি। বাংলা ভাষাকে সবাই ভালোবাসেন। সাহিত্যকে সবাই ভালোবাসেন।আমরা বিশ্বাস করি লেখকের কলমে আজকের প্রধানমন্ত্রী পাবেন “অক্ষরে অমরতা”।এতে উপস্থিত সকল কবি সাহিত্যক কলম একাডেমি লন্ডনের সকল দাবির প্রতি সহমত পোষন করেন।মানব বন্ধনে লেখকের সব দাবি অতি দ্রুত পুরন হবে বলে ও উক্ত মানব বন্ধনের আলোচনা উপস্থিত নেতৃবৃন্দ আশা করেন।