রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, ফুলতলা, খুলনা।আজ ১১/০৯/২০২২ খ্রিষ্টাব্দ (রবিবার) খুলনা বিআরটিএ, শিরোমণি প্রাঙ্গণে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আল-আমিন ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ২৫ জন দালাল/প্রতারককে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থ দণ্ড করা হয়। ড্রাইভিং লাইসেন্স করতে আসা সাধারণ মানুষের সাথে এসকল দালাল/প্রতারক বিভিন্নভাবে প্রতারণা করে থাকে। এ অভিযান পরিচালনাকালে খুলনা বিআরটিএ কর্তৃপক্ষ এবং র্যাব-৬ এর দল সার্বিক সহায়তা প্রদান করে। অসাধু এই দালাল/প্রতারক চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।