শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন
মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা সিলেট হাইওয়ে রোডের মৌচাক নামস্থানে দ্রুত গামী ট্রাক ও মাইক্রো বাস মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটেছে!
শুক্রবার (৯ সেপ্টেম্বর২২)ইং সকাল ৯টা ৩০ ঘঠিকায় সিলেটগামী ট্রাক ঢাকা মেট্রো ট ১৮- ৩৮৩৮ ঢাকা দিকে যাওয়া একটি মাইক্রো বাস নাম্বার ন ঢাকা মেট্রো ঘ ১৩- ০৩১৩ সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় ট্রাক ও মাইক্রো বাস মুখোমুখি সংঘর্ষ কোন হতাহতের ঘটনা ঘটে নি! তবে উভয় গাড়ি চালক আহত হয়েছেন।
এ বিষয়ে হাইওয়ে থানার এএসআই মাসুদুল হক জানান আমরা ঘটনা টি শুনার সাথেই ঘটনার স্থলে পৌঁছে রাস্তা স্বাভাবিক করে দিয়েছি বর্তমানে রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে