1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র পৃথক দুটি অভিযানে ০৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ উসমান গনি এবং দস্যূতা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ রুবেল মিয়া গ্রেফতার।  বিজয় ট্রেনে চট্টগ্রাম পালিয়ে আসা ঝর্ণা আক্তার কে পরিবারের নিকট হস্তান্তর করল চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। মিঠাপুকুরে বালি চাপা দেওয়া শিশুর মরদেহ উদ্ধার, আটক-১ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী আটক করেছে বিজিবি যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি ‎যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে ডিসি মুহম্মদ কামরুজ্জামানের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ বরগুনার তালতলীতে এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। রাজশাহী জেলার বাঘা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার ।

খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশের এক এসআই নিহত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭০ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,

খুলনায় ট্রাকচাপায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাত ০১ টার দিকে নগরীর আফিলগেট বিকেএসপির সামনে বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল হক (৫৫) খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন।

 

তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকার আফতাব আলী সরদারের ছেলে।

 

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিএনজিযোগে খানজাহান আলী থানার কয়েকজন পুলিশ ডিউটিতে ছিলেন। রাত ০১টার দিকে এসআই আব্দুল হক আফিলগেট বিকেএসপি বাইপাস রোডের একপাশে গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। এসময় খুলনা থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।

 

স্থানীয় জনতা ও পুলিশ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান বলেন, প্রতিদিন রাতে বাইপাস রোডে আমাদের ডিউটি থাকে। গতকাল রাতেও ছিল। সিএনজিযোগে আমাদের কয়েকজন পুলিশ সদস্য ডিউটিতে ছিলেন। রাত ০১টার পর সিএনজি থেকে নেমে তিনি একপাশে অবস্থান করছিলেন। এ সময় আফিলগেটগামী এক ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।

 

রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

 

ময়নাতদন্ত শেষে খুলনার বয়রা পুলিশ লাইনে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হবে বলে ওসি জানান।

 

শেয়ার করুন

আরো দেখুন......