শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
এরই ধারাবাহিকতায় গত ১০ মে ২০২৫ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রাম মহানগরীর বন্দর এবং হাটহাজারী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ উসমান গনি এবং বন্দর থানা এলাকা হতে সিলেট জেলার জকিগঞ্জ থানার দস্যূতা মামলার সন্দিগ্ধ পলাতক আসামী মোঃ নুর হোসেন’কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ
ক। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মামলা নং-২৫(০৫)২০, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১)এর ২৪(খ), জিআর-২০০/২০২০ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ উসমান গনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চৌধুরী হাট এলাকায় আবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১০ মে ২০২৫ ইং তারিখে আনুমানিক ২১৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার চৌধুরী হাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ উসমান গনি (৫৬), পিতা- মৃত ডাক্তার আব্দুস সোবাহান, সাং-ফতেয়াবাদ, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নিজ নাম ঠিকানা প্রকাশ করে এবং সূত্রে বর্ণিত মামলায় তিন বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০০০ হাজার টাকা অর্থ দন্ডপ্রাপ্ত পলাতক আসমী মর্মে স্বীকার করে।
খ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলার জকিগঞ্জ থানার মামলা নং-১,তারিখ-০৫/০৪/২৫ইং, ধারা-৩৯৪ পেনাল কোড-১৮৬০ মামলার সন্দিগ্ধ পলাতক আসামী মোঃ রুবেল মিয়া চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কালসী দিঘীরপাড় ধুমপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১০ মে ২০২৫ ইং তারিখে আনুমানিক বিকাল ১৬৪০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-৯, সিলেট এর যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুবেল মিয়া (৩১), পিতা- জমীর আলী, সাং-লালাপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলায় সন্ধিগ্ধ পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম মহানগরীর বন্দর এবং হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।