শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে।
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের তেঁতুলতলা “সুপার কুইন” ফুটবল একাডেমির খেলোয়াড়গণ গতকাল একাডেমির প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার হোসনে -আরা তান্নির নিজেস্ব কার্যালয়ের কক্ষে এক সাথে সাক্ষাৎ করেন। একাডেমি ফিফা, এএফসি ও বাফুফে স্বীকৃত এক্রিডিটেশন স্কীমের আওতায় ওয়ান ষ্টার সার্টিফিকেট পাওয়ায় তিনি সুপার কুইনের সাথে সংশ্লিষ্ট সকল খেলোয়াড় ও কর্মকর্তাগণকে অভিনন্দন জানান। উল্লেখ্য তেঁতুলতলা (সুপার কুইন) নারী ফুটবল একাডেমি আর্থিক সংকটের কারণে উন্নত প্রশিক্ষণ ছাড়াই সম্পূর্ণ নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় তিল তিল করে ইউনিয়ন, উপজেলা, জেলা,বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে চেম্পিয়ানের শিরোপা জয়ের খ্যাতাব অর্জন করে উপজেলা ও জেলা তথা বাংলাদেশে সর্বত্র তেঁতুলতলা সুপার কুইন নাম ছড়িয়ে পড়েছে । তারই ধারাবাহিকতায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি খেলোয়াড়দের উৎসাহিত করে গতকাল বিকেলে তার নিজস্ব কার্যালয়ে সংবর্ধিত করেন।