1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল ডেঙ্গু রোগীদের জন্য কর্নেল (অব.) হারুনুর রশিদের মানবিক সহায়তা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীতে ভাড়া বাসায় ডাকাতি। দায়িত্ব পালনে দারোয়ানের অবহেলা। গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা। এলাকাবাসির ক্ষোভ দারোয়ানের প্রতি। শিবগঞ্জে দুর্ভোগের দীর্ঘশ্বাস: ভাঙা সড়ক আর জনপ্রতিনিধিদের মিথ্যা প্রতিশ্রুতি! মুকসুদপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পথসভা,জনসংযোগ ও লিফলেট বিতরন খুলনায় তৃতীয় দিনের মতো খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৩১ ওয়ার্ডে ওএমএস কার্যক্রম চলমান

খুলনায় ধর্ষণ মামলায় ০৫ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট সময়ঃ বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,খালিশপুরে কিশোরী ধর্ষণ মামলায় খুলনার এক‌টি আদালত ৫ আসা‌মি‌কে মৃত্যুদন্ড দি‌য়ে‌ছেন। একই সা‌থে তা‌দের ২০ হাজার টাকা করে জ‌রিমান দেওয়া হ‌য়ে‌ছে।

মামলায় দুইজন আসা‌মি উপ‌স্থিত থাক‌লেও তিন জন পলাতক র‌য়ে‌ছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল ৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষঢ‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল পি‌পি ফ‌রিদ আহ‌মেদ।

সাজাপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন, আলী আকবর ওর‌ফে হৃদয়, মে‌হেদী হাসান ওর‌ফে ইবু, সো‌হেল (পলতক), আব্দুল্লাহ (পলাতক), মোহন (পলাতক)।

আদালত সূত্র জানায়, ২০১১ সা‌লের ২৩ মার্চ সন্ধ‌্যা সা‌ড়ে ৭ টার দি‌কে ভিক‌টিম ১ নং ক্ষ‌্যামা বিহরী ক‌্যা‌ম্পের এক‌টি টিউবও‌য়ে‌লে হাত মুখ ধু‌চ্ছি‌লেন। এ সময় একই ক‌্যা‌ম্পের মোঃ মোহন খাবার কি‌নে দেওয়ার কথা বলে শিয়া মস‌জি‌দের কা‌ছে নি‌য়ে যায়।

সেখা‌নে পূ‌র্বে অ‌পেক্ষারত মোঃ আলী আকবর মোটরসাই‌কে‌লে তা‌কে অপহরণ ক‌রে চ‌রেরহাট বাবুল কাউ‌ন্সিল‌রের ভে‌ড়িবাদ কলা বাগা‌নের ভেত‌রে নি‌য়ে যায়। এ সময় উপ‌স্থিত অন‌্যান‌্য আসা‌মিরা এক‌ত্রিত হ‌য়ে কি‌শোরী‌কে ইচ্ছার বিরু‌দ্ধে জোর পূর্বক ধর্ষণ ক‌রে।

কি‌শোরী অসুস্থ হ‌য়ে পড়‌লে সা‌ড়ে ৯ টায় আসা‌মি আলী আকবর ১ নং ক্ষ‌্যামা বিহরী ক‌লোনীর পা‌শে আরা‌বিয়া মস‌জি‌দের সাম‌নে

রাস্তার ওপর ফে‌লে যায়। এ সময় আসা‌মি আলী আকবর কি‌শোরী‌কে ঘটনা‌টি কাউ‌কে না জানা‌নো জন‌্য হুম‌কি দেয়।

কিশোরী বা‌ড়ি এসে মায়ের সামনে ঘটনা‌টি খু‌লে ব‌লে। পরবর্তীতে কিশোরীর মা বাদী হয়ে খা‌লিশপুর থানায় মামলা দায়ের করেন, যার নং ১৪।

একই বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী রেজাউল ক‌রিম ৫ জনের নাম উল্লেখ করে আদালতে অ‌ভিযোগপত্র দা‌খিল ক‌রেন।

মামলা চলাকালীন আদাল‌তে ১২ জন স্বাক্ষ‌্য প্রদান ক‌রে।

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী ফ‌রিদ আহ‌মেদ ব‌লেন, কি‌শোরী বাংলা‌দে‌শে আটক থাকা পা‌কিস্তানী বিহরীর ক‌্যা‌ম্পের একজন সদস‌্যের মেয়ে। এক‌টি ঐ‌তিহা‌সিক রায় হয়েছে। উচ্চ আদালত যেন নিম্ন আদালতের সাজা বহাল রাখে সেই প্রত্যাশা করি। বহাল থাকলে দেশে অপরাধ প্রবনতা কমে আসবে ব‌লে তি‌নি ম‌নে ক‌রেন।

 

শেয়ার করুন

আরো দেখুন......