1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
নোয়াখালী জেলার সুধারাম থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রায়হান’কে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-১১। সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ যানজট সৈনিক কল্যাণ সংস্থা Uno নিকট খেজুরের বীজ প্রদান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান ও মাস ব‍্যাপি সাংগঠনিক কর্মসূচি 2024 সম্পন্ন। বরগুনার তালতলীতে অবৈধ চোলাই মদসহ আটক ১ জন। “শিক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষকদের আন্তরিকতা প্রশংসনীয়”– “শিক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষকদের আন্তরিকতা প্রশংসনীয়” শেরপুরের ঝিনাইগাতী তিনজন হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী বরগুনা ডিবি পুলিশের হাতে আটক।

বটিয়াঘাটা কৈয়া বাজারে ধর্ষণকারি সুজনের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট সময়ঃ শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ জন দেখেছেন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: নমিতা বৈরাগী নামের এক গৃহবধুকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ধর্ষণকারী উপজেলার উত্তর শৈলমারী গ্রামের খোকন গাজীর ছেলে দিদারুল ইসলাম গাজী ওরফে সুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার বিকাল ৪ টায় স্থানীয় কৈয়া বাজার চৌরাস্তার মোড়ে এলাকার হাজার হাজার নারী পুরুষের সমন্বয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নিত্যানন্দ বৈরাগী। পুলিশিং কমিটির নেতা দিগন্ত মল্লিক এর সার্বিক সহযোগিতায়

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, জলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান রায়,আ’লীগ নেতা গোবিন্দ মল্লিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোজ কান্তি রায়, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ রেজওয়ান ইমন, কৈয়া বাজার কমিটির সভাপতি সুজয় কান্তি মন্ডল, জিরো পয়েন্ট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ মল্লিক । ইউপি সদস্য যথাক্রমে তরিকুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, অশোক মন্ডল, রাজকুমার রায়, আওয়ামী লীগ নেতা হরিচাঁদ ঢাকইদার, নৃপেন মালদার,অমল মন্ডল, বাবুল মহালদার, দেবেন্দ্রনাথ বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা হরিপদ মল্লিক, বীর মুক্তিযোদ্ধ সন্তোষ অধিকারী ,শিখা শীল,শিক্ষক অনিশ বৈরাগী, নির্মল চন্দ্র রায়,স্বপন কুমার মন্ডল,মনোজ হালদার,পলাশ বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সাবু,আ:জলিল, হানিফ আকন, বটিয়াঘাটা প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, হরিণটানা থানা পুলিশ সদস্য সহ এলাকার হাজার হাজার নারী পুরুষ।

এসময়ে বক্তারা বলেন, ষাটোর্ধ্ব নারী নমিতা কে ধর্ষণ এর সাথে জড়িত সুজন কে তাৎক্ষনিক গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করায় বটিয়াঘাটা থানা পুলিশকে ধন্যবাদ জানান। অন্যদিকে ধর্ষক সুজনকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য এলাকাবাসী জানান উক্ত সুজন বিভিন্ন সময়ে এলাকার মাদক ব্যবসা সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত ছিলো এবং বিভিন্ন সময়ে লোকের হাতে অনৈতিক কাজের জন্য ধরাও পড়েছে বলে এলাকাবাসী জানান।

শেয়ার করুন

আরো দেখুন......