শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৪ পূর্বাহ্ন
টি আই, মাহামুদ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:- ৩১ বীর আলীকদম জোনের আওতাধীন আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাস পরিদর্শন করেছেন আলীকদম সেনা জোন ৩১ বীর এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি।
আজ ০১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় ৩১ বীর জোনের আওতাধীন আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাস পরিদর্শনের উদ্দেশ্যে লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান পিএসসি (বিএ ৬৫৪২) অধিনায়ক ৩১ বীর আলীকদম জোনের আর্থিক সহযোগিতায় পরিচালিত আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাসে আগমন করেন।
পরিদর্শন শেষে ছাত্রাবাসে থাকা ১৩০ জন ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন। তিনি একটি ভবন নির্মাণ কাজের খোঁজ নেন ও একটি গাছের চারা রোপন করেন।
তিনি ছাত্রছাত্রীদের মাঝে দুটি ফুটবল, বিস্কুট, চকলেট বিতরন করেন। জোন কমান্ডার তাদের সাথে সৌজন্য সাক্ষাতে আসায় ম্রো কল্যান ছাত্রাবাসের ছাত্রছাত্রীরা জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় আলীকদম সেনা জোনের বিভিন্ন কর্মকর্তা সহ ম্রো কল্যান ছাত্রাবাসের পরিচালক ইয়ংলক ম্রো উপস্থিত ছিলেন।