শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,খুলনা মহানগর নিরালা মোড়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে শনিবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় প্রতিষ্ঠানের ম্যানেজার মিঠুন কুমার ঘোষ কে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করায় মামলা নিষ্পত্তি করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্ত্তী। এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষানবিশ ম্যাজিস্ট্রেট অভিযান সরজমিনে প্রত্যক্ষ করেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্ত্তী জানান, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে তাদের অপরাধের জন্য দন্ড দেয়া হয়েছে।
পরবর্তীতে একই অপরাধ পুনরায় করলে সীলগালা করে দেয়া হবে।
অভিযানে সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।