সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (চট্রগ্রাম):২৬আগষ্ট চট্রগ্রাম মহানগরীর, ইপিজেড থানাধীন,আকমল আলী রোড ষাট কলোনিতে স্বামীর নির্যাতনে ৩ সন্তানের জননী শিরিনা আক্তার (৩৫)’র মৃত্যু হয়েছে বলে ইপিজেড থানা পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গ ঐ কলোনির বাসিন্দারা জানিয়েছেন স্বামী আলী আজগর (৪৫) তার স্ত্রী কে মাথায় পানির বালতি ডুকিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করেছে ।
আজ শুক্রবার ভোরে (২৬) আগষ্ট এই ঘটনা ঘটিয়ে স্বামী আলী আজগর
পালিয়েছে বলে জানান ওসি তদন্ত মোঃ নুরুল বাশার। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়ার থানা ধাওয়া ইউপির বাসিন্দা বলে জানা গেছে।
নিহত শিরীন আক্তার (৩৫) তিন সন্তানের জননী। পলাতক আসামি কে ধরার সর্বাত্মক চেষ্টা রয়েছে বলে ইপিজেড থানার ওসি তদন্ত মোঃ নুরুল বাশার প্রতিবেদক কে জানিয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।