1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শরণখোলায় অজগর উদ্ধার বনে অবমুক্ত মোঃ কামরুল ইসলাম (টিটু) শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার-১ “কিন্ডারগার্টেন’কে স্বীকৃতি দিয়ে নীতিমালার আওতায় আনতে হবে”–ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর উচ্ছেদের ঘটনায় অস্ত্র উদ্ধারসহ আটক-০২ সিএমপি, ইপিজেড থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে চোরাই মটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য গ্রেফতার-০৫ র‌্যাব ৭, চট্টগ্রাম’র অভিযানে হরিমোহন রায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিপত কর্মকার ১৬ বছর পর আটক। বটিয়াঘাটা সদ্য বিদায়ী কৃষি অফিসার রবিউল ইসলাকে বিদায় সংবর্ধনা প্রদান শেরপুরে বাড়ীর সীমানা বিরোধের জেরে ভাংচুর লুটপাটসহ হামলা : আহত-৫ বেনাপোলে অজ্ঞাত ব্যাক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজে এর চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন।

ভাড়া এবং নীরব কান্না

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৬৫ জন দেখেছেন

কলমে- কামাল আহমেদ

দিচ্ছি ভাড়া মাসে মাসে

বাড়িওয়ালারা তাই অংক কষে,

তুমি আমি করছি হতাশ

চিতপটাং হয়ে তারা খাচ্ছে বাতাশ;

 

গুনছি বাড়া হাজারে হাজারে

লাখে লাখে এই বাজারে,

বিনেপয়সায় থাকলাম সেটে

দশ মাস দশদিন মায়ের পেটে,

বাড়া দেইনি দিবনা কভু;

রেখেছে নিয়ম হায়রে প্রভু।

 

সারাজনম থাকবো মাগো

তুমার তরে ঋণী ওগো,

মাফ করে দিয়ে যাওগো;

দশ মাস দশ দিনের বাড়া মাগো।

 

দেখ চেয়ে কারো সর্বনাশ

কারো হচ্ছে সেটা পৌষ মাস,

অহংকার আর হিংসে করে;

না জেনে কেহ হচ্ছে নাশ।

 

ছুটছে সবাই রঙ্গরসে

কারো দুঃখের লাগাম বারো মাসে,

দেখেনাতো ভাবেনা কেহ;

মায়ের এত দুঃখ কিসে?

 

কোলে-পিঠে মানুষ হইছি-

তাকেই এখন ঘৃনা করছি,

তাহার তরে খেয়ে-পরে;

তার কাছেই বাড়া চাইছি।

 

বাঃ! এই না হলে কি আর ছেলে?

মনুষ্যত্ব নাইরে যাহার কুকুর তাকে বলে,

অভাগা মা যে শ্রেষ্ঠ এতিম-

নেই কেহ তার কেমনে কাটে দিন?

 

দুঃখিনী মা কাঁদে গোপনে,

আরশ কাঁপে তারই সনে;

একবার ভাবলামনা তার এই করুন নিশ্বাসে-

ধ্বংস হবে মোদের সবি এক নিমিষে।

 

(চলবে)

শেয়ার করুন

আরো দেখুন......