শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
টি আই, মাহামুদ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:- আমাদের দেশে যেমন রয়েছে ভ্রমণ পিপাসু তেমনি রয়েছে অসংখ্য পর্যটন স্পট, তার মধ্যে সবার পছন্দের দিক থেকে অন্যতম বান্দরবান পার্বত্য জেলার নৈসর্গিক ভূমি আলীকদম উপজেলা।
এখানে রয়েছে আকাশ ছোঁয়া পাহাড়, যেখানে মেঘের বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা সবুজের সমারোহে জুড়িয়ে যায় দুচোখ। এঁকেবেঁকে চলা মাতামুহুরী নামের খরস্রোতা পাহাড়ী নদী, যেখানে খেলা করে নাম না জানা মাছের ঝাঁক। পাহাড়ী ঝর্ণার কলতান, পাখিদের কিচিরমিচির করে গাওয়া অজানা গানের সুর। রাতের আঁধারের নির্জনতা ভেঙে ভেসে আসা রাতজাগা পাখিদের আর্তনাদ, ঝিঁঝিঁপোকার গুঞ্জনে ভয়ে শিউরে উঠা শরীর।
অবকাশ যাপনে রয়েছে কয়েকটি রিসোর্ট, যার মধ্যে অন্যতম আলীকদম উপজেলা সদরে অবস্থিত “দ্যা দামতুয়া ইন” মোটেল এন্ড রেস্টুরেন্ট, এবং জেলা পরিষদ রেষ্ট হাউজ, এখানে রয়েছে এসি, নন এসি, কাপল স্যুইট।
দামতুয়া মোটেলে রয়েছে ওয়াটার ক্যাফে, দিঘী। পরিবেশ বান্ধব রেস্টুরেন্টে আছে জুসবার, ফাস্টফুড সহ দেশী-বিদেশী ইন্সট্যান্ট খাবারের সমাহার, পাহাড়ী শাক-সবজি, পাহাড়ীদের অন্যতম খাবার বাঁশ কোড়ল সহ বাংলা, থাই, ইন্ডিয়ান খাবারের আয়োজন।