1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। আন্তরিক অভিনন্দন জানিয়েছেন- প্রধান শিক্ষক মো: আনোয়ারুল কবির। খুলনায় মানবিক কর্মকাণ্ডের জন্য সর্ব মহলে প্রশংসিত রুপসার ইউএনও কোহিনূর জাহান  শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বদলিজনিত বিদায় সংবর্ধনা বটিয়াঘাটায় এক’শ কোটি টাকার অফসিজন তরমুজ বিক্রির সম্ভাবনা গোপালগঞ্জের কোটালীপাড়ার সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস পশ্চিমবঙ্গে গ্রেফতার বিএনপির সুদিনের সুযোগের সন্ধানে চৌধুরী কামরুল জয়পুরহাট পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলপুরে জুয়ার আসর পুড়িয়ে দিলো নব যোগদানকৃতওসি রাশেদুজ্জামান: শেরপুরের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

স্বামী ও সংসার(proved)

  • আপডেট সময়ঃ শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৫৭ জন দেখেছেন

কামাল আহমেদ

সংসার সুখের হয়-

নিত্য সেথা রমণীর গুনে,

নয়গো সুন্দর চেহারায়;

তেমনি সংসার ধ্বংস হয়-

রমণীর তর্কবিতর্ক ঝগড়া ও-

একরোখা চাপাবাজির কারনে।

 

আরো ধ্বংস হয়গো যথা-

স্বামীর অবাধ্যতা ও

বিরোধিতার কারনে,

বুঝেনাতো যবে অনেকেই;

আবার সংসার ধর্মে-

অনায়াসেই যেন বুঝেও বুঝেনা হেথা-

তব বিলকুল হেয়ালিপনা-

আর যথাপরং বিনা কারনে।

 

স্বামী সংসার নিত্য নৈমিত্তিক সেথা-

নিজস্বতায় একেবারেই একান্ত-

আপন করে পারে যে করিতে গ্রহন,

উপরন্তু পেরিয়ে শত বাধা-বিপত্তি;

সেইতো পারে সর্বময়-

পরম সুখকে করিতে বরন!

 

অধিকন্তু এহেন রমনী-

এবং স্বামীর সাথে-

গভীর প্রেম বিনিময়ে,

হেথা অনুরাগী হয়গো যে জন;

হবে যে জান্নাতি নারী সেই জন।

 

চলবে-

শেয়ার করুন

আরো দেখুন......