সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
কামাল আহমেদ
সংসার সুখের হয়-
নিত্য সেথা রমণীর গুনে,
নয়গো সুন্দর চেহারায়;
তেমনি সংসার ধ্বংস হয়-
রমণীর তর্কবিতর্ক ঝগড়া ও-
একরোখা চাপাবাজির কারনে।
আরো ধ্বংস হয়গো যথা-
স্বামীর অবাধ্যতা ও
বিরোধিতার কারনে,
বুঝেনাতো যবে অনেকেই;
আবার সংসার ধর্মে-
অনায়াসেই যেন বুঝেও বুঝেনা হেথা-
তব বিলকুল হেয়ালিপনা-
আর যথাপরং বিনা কারনে।
স্বামী সংসার নিত্য নৈমিত্তিক সেথা-
নিজস্বতায় একেবারেই একান্ত-
আপন করে পারে যে করিতে গ্রহন,
উপরন্তু পেরিয়ে শত বাধা-বিপত্তি;
সেইতো পারে সর্বময়-
পরম সুখকে করিতে বরন!
অধিকন্তু এহেন রমনী-
এবং স্বামীর সাথে-
গভীর প্রেম বিনিময়ে,
হেথা অনুরাগী হয়গো যে জন;
হবে যে জান্নাতি নারী সেই জন।
চলবে-