শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভায় শুভেচ্ছা সফরে এসেছেন দেশের জনপ্রিয় ব্যাক্তিত্ব দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, মানিকগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ রমজান আলী সহ মানিকগঞ্জ পৌরসভার পৌর পরিষদ।
আমতলী পৌর সভার মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান এর বিশেষ আমন্ত্রণে দেশের বিশিষ্ট সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক হাজী মোঃ রমজান আলী মানিকগঞ্জ পৌর সভার পৌর পরিষদ সহ আজ দুপুর দুইটায় আমতলীতে এসে পৌছেছেন।
এ সময় দুই পৌর মেয়র পারস্পরিক সৌহার্দ্য পুর্ন পরিবেশে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা শেষে আমতলী পৌর চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌর সভার কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির, আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়া সহ আমতলী পৌরসভা ও মানিকগঞ্জ পৌর সভার কাউন্সিলর বৃন্দ।