1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল ডেঙ্গু রোগীদের জন্য কর্নেল (অব.) হারুনুর রশিদের মানবিক সহায়তা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীতে ভাড়া বাসায় ডাকাতি। দায়িত্ব পালনে দারোয়ানের অবহেলা। গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা। এলাকাবাসির ক্ষোভ দারোয়ানের প্রতি।

বিসিআইসি সারের দুই ডিলার কে ১ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৫১ জন দেখেছেন

মোঃরজিবুল ইসলাম সুইট,ব্যুরো প্রধান(খুলনা বিভাগ):-

০৩ আগস্ট ২০২২ইং চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ আলমডাংগা উপজেলায় অভিযান পরিচালনা করেন।এ সময় ০২ জন বিসিআইসি সার ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেন। গত ০১লা আগস্ট কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি চিঠিতে ইউরিয়া সারের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২টাকা করা হয় খুচরা পর্যায়ে।একই চিঠিতে উল্লেক করা হয় ০১ আগস্টের আগে ডিলার পর্যায়ে মজুদকৃত সার পুর্বের দামে অর্থাৎ ১৬টাকা কেজি হিসেবেই বিক্রয় করতে হবে।

কিন্তু চুয়াডাঙ্গার আলমডাংগায় নতুন বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত বিসিআইসি ডিলার মেসার্স নুর মোহাম্মদ ট্রেডার্স এ অভিযানে গিয়ে দেখা যায় তারা ০১আগস্টের পুর্বে উত্তোলিত সার অধিক দামে বিক্রয় করছেন। ৮০০ টাকার ইউরিয়া ৯৮০ টাকা ও অন্যান্য সারও সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মুল্যে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। তিনি আলমডাংগা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডিলার।

এছাড়া হাফিজ মোড়ে অবস্থিত অপর একটি বিসিআইসি ডিলার মেসার্স জনির উদ্দিন এন্ড ব্রাদার্স যিনি মুলত কুমারী ইউনিয়নের ডিলার এই প্রতিষ্ঠানটিতেও অধিক মুল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। টিএসপি সারের সরকার নির্ধারিত খুচরা মুল্য ২২ টাকা কেজি হলেও এই প্রতিষ্ঠান ৩৫ টাকা পর্যন্ত বিক্রয় করেছেন। এছাড়া তার প্রতিষ্ঠানে বিক্রয়ের উদ্দেশ্যে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। উক্ত অপরাধে তাদের একই আইনের ৪০ ও ৫১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।

সহযোগিতায় ছিলেন আলমডাংগা থানা পুলিশের একটি টিম।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা কে জানান,অভিযানে মেসার্স নুর মোহাম্মদ ট্রেডার্স ও মেসার্স জনির উদ্দিন এন্ড ব্রাদার্সকে সরকার নির্ধারিত মুল্যের অধিক মূল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

আরো দেখুন......