1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ কালাইয়ে নার্সিং ও মিডওয়াইফারির অবস্থান কর্মসূচি

সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ

  • আপডেট সময়ঃ রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১২৬ জন দেখেছেন

খলিলুর রহমান,সম্পাদক ও প্রকাশক,দৈনিক অপরাধ অনুসন্ধান:-

আসসালামু আলাইকুম/আদাব প্রিয় ইপিজেড এলাকাবাসী সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে,  ইপিজেড থানাধীন গার্মেন্টস শ্রমিকগণ তাদের চাকুরীর কষ্টার্জিত বেতন ব্যাংক একাউন্টে জমা হওয়ার পর উক্ত টাকা উত্তোলনের সময় ডেবিট কার্ড/

ক্রেডিট কার্ড এটিএম বুথ মেশিনে ঢুকানোর পূর্বে নিজ অজ্ঞতার কারণে  নিজের কার্ডের পিন নাম্বর শেয়ার করে এবং সিকিউরিটি কিংবা বুথের ভিতরে থাকা অপরিচিত কোন ব্যক্তিকে কার্ডটি দিয়ে টাকা তুলে দিতে  বলে। একাউন্ডধারীর  উক্ত কার্ডটি অসাধু ব্যক্তি মূহূর্তে মধ্যে  হাত বদল করে ফেলে এবং  অসাধু/প্রতারক ব্যক্তির নিকট পূর্বে থাকা  এটিএম কার্ডটি ব্যবহার করে বুথ থেকে টাকা উঠানোর নাটক করে। কার্ডটি পরিবর্তন হওয়ার কারণে কার্ড দিয়ে কোন টাকা উত্তোলন করা সম্ভব হয় না তখন অসাধু/প্রতারক ব্যক্তি জানায় আপনার একাউন্টে কোন টাকা নাই। যাহা একাউন্টধারী বুঝতে পারে না।  পরে একাউন্টধারী সরল বিশ্বাসে বুথ থেকে বের হয়ে গেলে মূহুর্তের মধ্যে ব্যাংক একাউন্টে থাকা টাকা ব্যালেন্স শূণ্য হয়ে যায় এবং একাউন্টধারীর মোবাইলে টাকা উত্তোলনের ম্যাসেজ চলে আসে। ইহাতে অসহায় গরীব গার্মেন্টস শ্রমিকরা নিঃস্ব হয়ে যাচ্ছে।  ফলে এ ব্যাপারে ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ করিলে তথ্য প্রযুক্তির মাধ্যমে থানা পুলিশ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সর্বোচ্চ সহায়তা প্রদানসহ উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু মধ্যবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি চরম আর্থিক  ভোগান্তির শিকার হন। এরূপ  পরিস্থিতি এড়াতে  কোন অবস্থাতেই নিজের ব্যাংক একাউন্টের পিন নাম্বর কাউকে না দেয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে এবং পিন নাম্বর কাউকে ভুল বশতঃ বলে দিলেও তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যাংকে জানানোর জন্য বলা হলো।

এছাড়াও ইপিজেড থানা এলাকায় যেকোন ধরণের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য ( যেমনঃ মাদক, জুয়া, ইভটিজিং, চুরি, ছিনতাই) ইত্যাদি বিষয়ে জানানোর জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

মোবাইলঃ ০১৩২০০৫২৯২০(অফিসার ইনচার্জ)

মোবাইল: ০১৩২০০৫২৯২১ (পরিদর্শক তদন্ত)

মোবাইলঃ ০১৩২০০৫২৯২৬(ডিউটি অফিসার)

তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।  সর্বোপরি ” পুলিশকে তথ্য দিন, সেবা নিন।”

প্রচারেঃ

ইপিজেড থানা, সিএমপি, চট্টগাম।

শেয়ার করুন

আরো দেখুন......