মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ:
০২/০২/২০২৫ খ্রি: দুপুর ১৪.০০ ঘটিকা হতে ০৩/০২/২০২৫ খ্রি: দুপুর ১৪.০০ ঘটিকা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে বায়েজিদ বোস্তামী থানার আসামী ১। মামনুর রশিদ মামুন(৩৬), ইপিজেড থানার আসামী ২। মামনুর রশিদ
মামুন(৩৬), ৩। তারিকুল ইসলাম (২৬), চকবাজার থানার আসামী ৪। মোঃ আশেকুল আলম আশিক (৩৮), ৫। মোহাম্মদ এরশাদ (৪৫), ডবলমুরিং মডেল থানার আসামী ৬। ইরাত শরীফ বিজয় (২৪), ৭। আব্দুল আজিম অপু (২৪), ৮। ইয়াছিন আরাফাত (৩৪), ৯। এস এম নাজমুল আলম শুভ (৩১), ১০। মোঃ আসরাফ উদ্দিন সাদমান (১৯), ১১। সাজেদা বেগম (৪৩), সদরঘাট থানার আসামী ১২। মোঃ ইশতিয়াক মুন্না (৩৫), ১৩। মোঃ ইলিয়াছ (৫১), ১৪। মোঃ মজনু (৫৩), ১৫। রাজীব দে (৩৮), চান্দগাঁও থানার আসামী ১৬। আদিত্য পাল
(২৮), ১৭। সাইদ ইমতিয়াজ সানি (৩০), ১৮। আহমদ আলী (৫৪), খুলশী থানার আসামী ১৯। মোঃ শাহারিয়ার শাওন (২৮), ২০। আব্দুল হান্নান (হিরা) (৫৩), ২১। মোঃ মাসুদ রানা (৪৬), ২২। মেহেদী হাসান (২৩), বন্দর থানার আসামী ২৩। মোঃ ফরহাদ (২৮), ২৪। শাহাদাত হোসেন রুমান(৩০), কোতোয়ালী থানার আসামী জামালখান ওয়ার্ড আওয়ামীলীগ ২নং ইউনিট এর প্রচার সম্পাদক ২৫। মোঃ জহির উদ্দিন (৪৭), চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের সহ-সম্পাদক ২৬। আবির সেন প্রঃ আবির সেন
গুপ্ত (৩০), চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ২৭। অনিক সেন গুপ্ত প্রঃ অনিক (৩০), চট্টগ্রাম স্টেশন রোডস্থ হকার্স লীগের সভাপতি ২৮। মোঃ কবির প্রঃ চেইন কবির প্রঃ সেন্ট কবির (৪০), ২৯। তানভীর রহমান নওশাদ (৩২), ৩০। আলী আকবর (৪৭), ৩১। রেজাউল করিম (৬১), ৩২। মোহাম্মদ ফারুক (৫৫), ৩৩। মোঃ ইকবাল হোসেন (৩৪), পাহাড়তলী থানার আসামী ৩৪। মোঃ রাজু (৩০), বাকলিয়া থানার আাসামী
আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৩৫। নওয়াব আলী(৫৫), ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক ৩৬। মোঃ সেলিম (৫৫), ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৩৭। সৈয়দ মোঃ ওবায়েদ (৩৪), ৩৮। মোঃ আলমগীর(৩৪), ৩৯। মোঃ হাসান(৩৫), কর্ণফুলী থানার আসামী চরলক্ষ্যা ইউনিয়নের ০১নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ৪০। আহম্মদ আলী (৩৯), পতেঙ্গা
মডেল থানার আসামী ৪১। মোঃ সোহাগ (৩৪) ও ৪২। সাইফুল ইসলাম(৩০) সহ সর্বমোট ৪২ (বিয়াল্লিশ) জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।