1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র পৃথক দুটি অভিযানে ০৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ উসমান গনি এবং দস্যূতা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ রুবেল মিয়া গ্রেফতার।  বিজয় ট্রেনে চট্টগ্রাম পালিয়ে আসা ঝর্ণা আক্তার কে পরিবারের নিকট হস্তান্তর করল চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। মিঠাপুকুরে বালি চাপা দেওয়া শিশুর মরদেহ উদ্ধার, আটক-১ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী আটক করেছে বিজিবি যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি ‎যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে ডিসি মুহম্মদ কামরুজ্জামানের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ বরগুনার তালতলীতে এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। রাজশাহী জেলার বাঘা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার ।

বিএনপি মহাসচিব এর আশ্বাসে হরতাল প্রত্যাহার করলো ক্ষুব্ধ বালিয়াডাঙ্গীর বিএনপি নেতা -কর্মীরা

  • আপডেট সময়ঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ জন দেখেছেন

মোহাম্মদ মিলন আকতার,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিতকে কেন্দ্র করে ডাকা হরতাল আধা বেলা পালনের পর দুপুরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ শনিবার ভোর থেকে চলা হরতাল দুপুর ১২টায় প্রত্যাহার করা হয়। উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিক সবার পক্ষ থেকে দুপুরে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

আজ সকাল থেকে জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ডাকা হরতালে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ভোরে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চারটি রাস্তায় বাঁশ-বেঞ্চ দিয়ে বন্ধ করে ঠাকুরগাঁও শহর থেকে উপজেলার প্রবেশপথ কালমেঘ বাজারে গাছ ফেলে হরতাল কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। তাতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে পথচারীরা।

নিজেদের মধ্যে কোন্দলকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা হরতালে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় আন্তপরিবহন মিনিবাস, থ্রি-হুইলার (পাগলু), ইজিবাইক চলাচল বন্ধ ছিল।

উল্লেখ্য , আজ শনিবার সকালে কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ঘোষিত তফসিল অনুযায়ী দুওসুও ইউনিয়ন বিএনপির সম্মেলনের জন্য ভোটগ্রহণের মাধ্যমে নেতা নির্বাচনের কথা ছিল। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ইউনিয়ন সম্মেলন স্থগিত করে জেলা বিএনপি। জেলা যুগ্ম সম্পাদক পয়গাম আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি উপজেলায় পৌঁছালে ওই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে রাতেই বালিয়াডাঙ্গী চৌরাস্তায় প্রতিবাদ মিছিল করেন দলের নেতা-কর্মীরা। রাতের মিছিলে আজ ভোর থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দেয় ইউনিয়ন বিএনপির সংক্ষুব্ধ প্রার্থীরা।

দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিক বলেন, সম্মেলনকে ঘিরে প্রায় এক মাস ধরে প্রচারণা, পোস্টার ছাপানো, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া শেষ করেছে প্রার্থীরা। আজ ভোটগ্রহণ হলেই জাঁকজমকভাবে সম্মেলনের আয়োজন হতো। সকালবেলা ভোটগ্রহণ, আগের রাতে স্থগিত এটা কেউ মানতে পারেনি। তা ছাড়া উপজেলা বিএনপির সঙ্গেও সমন্বয় করেননি জেলা বিএনপির নেতারা।

গত ২২ জানুয়ারি দুওসুওসহ চারটি ইউনিয়নে সম্মেলনের তফসিল ঘোষণা করেছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন। তিনি শনিবার দুপুরে বলেন, হরতালের বিষয়টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নজরে এসেছে। তিনি হরতাল কর্মসূচি প্রত্যাহার করার নির্দেশনা দিয়েছেন। মহাসচিবের নির্দেশনা শোনার পর সবাই হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......