1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
“মানব জীবন-যৌবন” সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার মডেল গুলশান বিভাগ পিছনে এডিসি জিয়াউর রহমানের কঠোর পরিশ্রম ঈদের পর সারজিস আলমের বিবহোত্তর সংবর্ধনা, ফেসবুকে জানলেন শ্বশুর শহীদ জিয়া গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল সিকৃবি’র সিন্ডিকেট সদস্য হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালতলী উপজেলায় আরাফাতকে খুন করা হয়েছে র‌্যাব-৭ চট্টগ্রাম’র অভিযানে ২৪ কেজি গাজাঁ উদ্ধারসহ মাদক কারবারি আটক -০২  রংপুরে আবাসনখাতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ গোমস্তাপুরে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় প্রেমিক ও গৃহবধূর লাশ উদ্ধার জাতীয় ইয়ুথ দাবা প্রতিযোগিতায় খুলনা জেলা চ্যাম্পিয়ন বটিয়াঘাটার অরিত্র ঘোষ তারুণ্যের উৎসব-২০২৫: বরগুনায় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

খুলনা বটিয়াঘাটার ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি বাজারের ইমারত নির্মাণ কাজ

  • আপডেট সময়ঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ জন দেখেছেন

জি এম আসাদুজ্জামান আসাদ -বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

বটিয়াঘাটার ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি বাজারে পাকা ইমারত নির্মাণ কাজ। গতকাল নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি,এসিল্যান্ড শরীফ শাওন নির্দেশে স্থানীয় ইউপি সদস্য জি এম এনামুলকে কাজটি বন্ধের নির্দেশ দেন।

সূত্রে প্রকাশ,খুলনা বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের সুন্দরমহল বাজারে অবস্থিত সরকারি পেরিফেরি জায়গার উপর নির্মাণ করছে বহুতল ভবনের কাজ। স্থানীয় বাজার কমিটির সভাপতি কাশেম গাজী ও স্থানীয় ডাক্তার আজিজুর রহমান। এসময় স্থানীয় লোকজন,ব্যবসায়ী ও এলাকাবাসী কাজে বাধা দিলে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে ।

এলাকাবাসী,স্থানীয় ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্যর হস্তক্ষেপে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড এর সহযোগিতায় ভবন নির্মাণের কাজটি বন্ধ করা হয়।

 

স্থানীয় বাজার কমিটির সভাপতি নিজের ক্ষমতা ব্যবহার করে এলাকায় গড়ে তুলেছে সুদে টাকা খাটানোর মহোৎসব। বাজারের ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছে তার কাছে বলে, অভিযোগ ব্যবসায়ীদের। ইতোপূর্বে কাসেম কাজী সরকারি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পেরিফেরি জায়গা দখল করে ৩০টির ঊর্ধ্বে ঘর নির্মাণের সহযোগিতা করেছে। তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অংকের অর্থ । জায়গা দখল করে সেটি আবার অন্য লোকজনের নিকট বিক্রিরও অভিযোগ রয়েছে। সুন্দরমহল বাজারে অবৈধ দখল করে অর্ধশত ঘর ভবন নির্মাণ করেছে স্থানীয়রা। আর এসব দখলের পিছনে রয়েছে বাজার কমিটির ঐ নেতা। এলাকায় সুদ খোর হিসাবে পরিচিতি বাজার কমিটির ঐ নেতা।

একাধিক ব্যবসায়ীদের অভিযোগ,বাজারটি নিয়ন্ত্রণ করেন কাশেম গাজী। বাজারের কোন দোকানে চুরি হলে তার কোন সঠিক ন্যায়বিচার পায়না ব্যবসায়ীরা । স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল বলছে,সরকারি জায়গায় অবস্থিত অবৈধ নির্মিত ঘর ও ভবনগুলো উচ্ছেদ করা হোক। দখল মুক্ত করা হোক সাধারণ মানুষের জন্য কাঁচা বাজারটি। অভিযোগ রয়েছে,বিভিন্ন এলাকা থেকে আসা সুন্দরমহল বাজারে ব্যবসায়ীদের নিকট থেকে ইজারা (খাজনা) আদায় করা হয়। অথচ সরকারি ভাবে বাজারটি ইজারা দেওয়া হয় না। স্থানীয় ইউপি সদস্য জিএম এনামুল গাজী বলেন, এসিল্যান্ড স্যারের ফোন পেয়ে আমি বাজারে এসে দেখি, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাঁকা ভবন নির্মাণ করছেন স্থানীয় বাজার কমিটির সভাপতি কাশেম গাজী। আমি সঙ্গে সঙ্গে কাজটি বন্ধ করে প্রশাসনকে অবহিত করি।

৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: সাহারুল বিশ্বাস বলেন, আমি কাজে বাধা দিলে তারা আমাকে হুমকি দেয়। বলে তোর এখানে কি কাজ,আমাদের জায়গায় আমরা কাজ করছি,তুই এখান থেকে চলে যা, এছাড়া বিভিন্ন অশালীন ভাসায় আমার সাথে কথা বলেন, অবৈধ দখলকারীরা । স্থানীয় ব্যবসায়ী নাজমা বেগম, ইউসুফ,মঈন বিশ্বাস, রেজাউল,বাবু,জয়নাল, মাহবুর রহমানসহ আরো অনেকে বলেন,আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেন কাশেম গাজী। আমরা এর সঠিক ন্যায় বিচার চাই।

বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা কাসেম গাজী বলেন,আমি আমার রেকর্ডীয় জায়গায় ঢালাই দিয়ে পাঁকা ইমারত নির্মান করছি। আমি পারি উন্নয়ন বোর্ডের জায়গা বাদ দিয়ে কাজ করছি। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি বলেন,বাজারটির কোন অনুমোদন নেই। তাছাড়া সরকারি জায়গা দখল করার কোন বিধান নাই। অভিযোগের ভিত্তিতে কাজটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক দখল কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো দেখুন......