সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি:
বরগুনার বদরখালীতে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে সেলিম ও জাকির নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে সেলিমের বাড়ির পেছনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অভিযুক্ত জাহাঙ্গীর, ,সিদাম, আলমগীর, মতি ও জহিরুল ইসলাম একজোট হয়ে সেলিমদের কবলা ও ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। বাধা দিলে তারা উত্তেজিত হয়ে কোনো কিছু না বলে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও লাঠি দিয়ে হামলা চালায়, যার ফলে সেলিম ও জাকিরের হাত ভেঙে যায়।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে থাকলেও, তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আহতের স্বজনদের প্রাণনাশের হুমকিও দিচ্ছে তারা। এ বিষয়ে বরগুনা সদর থানার (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। স্থানীয় চেয়ারম্যানকেও বিষয়টি অবহিত করা হয়েছে জানান ভুক্তভোগী পরিবার।