মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
জাকারিয়া হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ
এ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সাংবাদিক কিংবা অন্য যে কেউ জড়িত থাকুক না কেন আইন অনুযায়ী তার বিচার হবে। মনে রাখা দরকার সাংবাদিকদের হাত লম্বা কিন্তু আইনের হাত আরো লম্বা এবং রাষ্ট্রের হাত আরো লম্বা। একটি বিশেষ গোষ্টি, ও চক্র রাষ্ট্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে প্রেপাগান্ডা চালাচ্ছে, কিন্তু শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের বিনিময়ে এই জাতি আবার ঐক্যবদ্ধ হয়েছে। এভাবে আমরা ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। নানা অজুহাতে মিথ্যা মামলা হচ্ছে, এটা অস্বীকার করছিনা, তবে, বিগত ফ্যাসিবাদী সরকারের মত এই মামলা রাষ্ট্র কিংবা পুলিশ করছেনা বরং সরকার সিদ্ধান্ত নিয়েছে মামলা মানেই গ্রেফতার নয়, তদন্ত এবং যাচাই-বাচাই শেষে প্রকৃত অপরাধীদের ধরা হবে, আমরা ন্যায় বিচারের দ্বার সবার জন্য উম্মুক্ত রেখেছি।
ইসকনের হামলায় চট্টগ্রামের এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা ও সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিম্ময় বহ্মচারী গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন অভিযোগটা যেহেতু গুরুতর তাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময়ের আগে এটর্নী জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ ঢাকা থেকে আসা সিনিয়র আইনজীবি সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত এটার্নী জেনারেল আরশাদুর রউফ, গণফোরামের সাধারন সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী,বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট বদরুল আনোয়ার লোহাগাড়ায় যান এবং মরহুম এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তবর্তী কমিটির আহবায়ক জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও অন্তবর্তী কমিটির সদস্য গ্লোবাল টেলিভিশনের ব্যূরো প্রধান গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের অন্যান্য সকল গণমাধ্যম কর্মীগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
৬৩৩৩