1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
তালতলীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, নৌবাহিনীর ব্যাপক লাঠিচার্জ  আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিবেশ দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শনী কালাইয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান: এক উজ্জ্বল আয়োজন তালতলীতে চাঁদাবাজ শহীদুল হক মেম্বারের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল আমতলী থানায় রেঞ্জ ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন গোপালগঞ্জের কাশিয়ানীতে সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ে-যৌতুক আদায়, যুবক আটক তালতলীতে জমি নিয়ে বিরোধ, হামলায় আহত -৩ যৌতুকের দাবীতে গর্ভবতী স্ত্রীকে হত্যার ২৩ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় উদয়পুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ-এর চাল বিতরণে স্বচ্ছতা আনতে ডিজিটাল লটারি পদ্ধতি গ্রহণ বাঁশখালীতে ৬ হাজার ইয়াবা উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দসহ আটক ১ 

চট্রগ্রাম বন্দর জোনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রায় শূন্যের কোটায় নিয়ে এসেছেন- “শাকিলা সোলতানা”

  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৯১ জন দেখেছেন

মো:খলিলুর রহমান,ব্যবস্হাপনা সম্পাদক, দৈনিক অপরাধ অনুসন্ধান:- নানা কারনে সারা বাংলাদেশ ব্যাপী বহুল আলোচিত জেলা চট্টগ্রাম, অলি, আউলিয়া, সাধু- সন্নাসী, রাজনীতিবিদসহ বহু উল্লেখযোগ্য জ্ঞান তাপস ব্যক্তির জন্মস্থানের কারনে সুখ্যাতি রয়েছে চট্রগ্রাম। সেই সুখ্যাতির রাজতিলকে কতিপয় সমাজ বিরোধী ও অপরাধ মনস্ক ব্যক্তি কলঙ্ক লেপনের অপচেষ্টায় পূর্বে লিপ্ত থাকলেও চট্রগ্রাম বন্দর জোনে বর্তমান কর্মরত মিডিয়া ও জনবান্ধব উপ পুলিশ কমিশনার  জনাবা “শাকিলা সোলতানা’র” ‘সাহসিকতা, অসাধারন ব্যক্তিত্ব, প্রজ্ঞা, মেধা ও সর্বোপরি অপরাধ দমনে সর্বাধুনিক কলাকৌশল প্রয়োগের প্রেক্ষিতে তাদের সেই অপচেষ্টা আজ বানের জলের মতো সাগরের পানিতে পতিত হয়েছে।

চট্রগ্রাম বন্দর জোনে উপ-পুলিশ কমিশনার “শাকিলা সোলতানা” দায়িত্ব পাওয়ার পর নিজ কর্মদক্ষতা ও অভিজ্ঞতার আলোকে বন্দর জোন থেকে অপরাধমূলক কর্মকাণ্ড প্রায় শূন্যের কোটায় নিয়ে এসেছেন। যেটি বন্দর জোন প্রতিষ্ঠালগ্নে থেকে বন্দর জোনবাসী এমন পরিবর্তনের ছাপ আগে কখনও দেখেননি, এমনটাই মতপ্রকাশ  করেছে বন্দর জোনের সর্বস্তরের মানুষ। শুধু তাই নয়, জনবান্ধব পুলিশ প্রশাসন গঠন ও জনসেবা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে বন্দর জোনকে সারা বাংলাদেশের মানুষের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। সন্ত্রাস,কিশোর গ্যাং,জুয়া,দেহব্যবসা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে বন্দর জোনবাসীর নয়নমণিতে পরিনত হয়েছেন, উপ পুলিশ কমিশনার  “শাকিলা সোলতানা”। রাষ্ট্রের জনগণের জানমালের হেফাজত, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশ প্রশাসন গড়ে তুলে জনগনের সাথে সেতুবন্ধন রচনার মাধ্যমে কার্যকর পুলিশ প্রশাসন গড়ে তুলে জনগনকে রাষ্ট্র প্রদত্ত সেবা প্রদান করে জনগণের হৃদয়ে ঠাঁই  করে নেওয়ার মাঝেই রয়েছে একজন চৌকস, দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তার সফলতা। সে দুরূহ কাজটি অত্যন্ত সফলতার সাথে করতে সক্ষম হয়েছেন বন্দর জোনে উপ- পুলিশ কমিশনার “শাকিলা সোলতানা” । স্বমহিমায় নিজে যেমন ভাস্বর হয়েছেন  ঠিক তেমনি ভাস্বরিত করেছেন বন্দর জোনবাসীকে। দায়িত্ব গ্রহনের পর থেকে সাফল্য ও নিষ্ঠার সাথে রাষ্ট্র অর্পিত যে কোন কাজ সুনিপুর্ণ ও দক্ষতার সাথে সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিলেন। তিনি দায়িত্ব গ্রহনের পর থেকে বন্দরজোনের আইন-শৃঙ্খলা  পরিস্থিতির সার্বিক উন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহন করেন।সমৃদ্ধ ঐতিহ্যে ভাস্বরিত উপ- পুলিশ কমিশনার “শাকিলা সোলতানা”‘র পারিবারিক, ব্যক্তি জীবন ও কর্মজীবন গৌরবোজ্জ্বল পারিবারিক ইতিহাস রয়েছে,  আজ এই গুনী উপ- পুলিশ কমিশনার “শাকিলা সোলতানা” পুলিশ বাহিনীর গর্ব। এমন  উপ- পুলিশ কমিশনার যদি দেশের প্রতিটি জোনে হতো অপরাধ মূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসতো এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল হতো জনগণের কাছে।

 

 

শেয়ার করুন

আরো দেখুন......