মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ এবং ২৬ এপ্রিল ২০২৫ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া, বন্দর, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড এবং ফেনী জেলার ফেনী সদর থানা এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে আলোচিত সাকিব হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ রাহিম , সীতাকুন্ড থানার ধর্ষণ মামলার আসামী মোঃ হাসান, নারায়ণগঞ্জ জেরার সোনারগাঁ থানার দস্যুতা মামলা আসামী শাহজালাল এবং বাগের জেলার মোরেলগঞ্জ থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ তাওহিদুল ইসলাম‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ
ক। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার মামলা নং-১২, তাং- ২১ আগস্ট ২০২৪ ইং, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ মোঃ রাহিম চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন লতিফহাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০৩৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রহিম (৩৯), পিতা-মৃত আব্দুস শুক্কুর, সাং-কালামিয়া বাজার, থানা-বাকলিয়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার ১০নং এজাহারনামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে।
খ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানার মামলা নং-১০, তাং ০৮ মার্চ ২০২৫ ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৭/১০/৩০ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ মোঃ হাসান চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ এপ্রিল ২০২৫ইং তারিখে আনুমানিক ১৯৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাসান (২৫), পিতা-মোঃ শাহজাহান, সাং-গুলিয়াখালী, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার ০২নং এজাহারনামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মামলা নং-১৯, তারিখ ১৮ মার্চ ২০২ইং, ধারাঃ ৩৯৪ পেনাল কোড ১৮৬০ মামলার সন্দিগ্ধ আসামী শাহ জালাল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমানিক ১৪০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১, উত্তরা এর যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ শাহ জালাল (২৯), পিতা-মোঃ সুমন আলী, সাং-সনমান্দি, থানা-সোনরাগাঁ,জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার সন্দিগ্ধ পলাতক আসামী মর্মে স্বীকার করে এবং আইন শৃংঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম জেলা বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
ঘ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার মামলা নং-১৮, তারিখ ১৭ এপ্রিল ২০২৫ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর ৯(১) মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ তাওহিদুল ইসলাম ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন লেমুয়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমানিক ১৯০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ তাওহিদুল ইসলাম (২৩), পিতা-মোঃ সামসুর রহমার হাওলাদার, সাং-বারইখালী, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে এবং আইন শৃংঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে ফেনী জেলা বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।