মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
চট্রগ্রাম প্রতিনিধি:
কক্সবাজার জেলার, কুতুবদিয়া উপজেলায়, সংখ্যালয় হিন্দু পরিবারের পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টায় হামলার অভিযোগে দায়েরি মামলায় জামিনে মুক্ত হয়ে ভূমিদস্যু আসামী মাষ্টার আব্দুস সালাম, বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পিতা-মৃত: মোক্তার আহমদ, সাং-মিয়া পাড়া, ৫নং ওয়ার্ড, বড়ঘোপ ইউপি, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজারসহ কর্তৃক মামলা প্রত্যাহার এবং হত্যার হমকি দেয়ার অভিযোগে। সংখ্যালগু পরিবারটির পক্ষে শিবু দাশ বাদী হয়ে পৈতৃক সম্পত্তি জবরদখল থেকে রক্ষায বিগত ৭/৭/২০২৩ ইংরেজি তারিখে মাষ্টার আদুস সালাম গংদের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ এনে কুতুবদিয়া থানার মামলা নং ৬/৭/২০২৩, জিআর নং ধারা- ১৪০/ ১৪৮/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/৩০৭/৩৫৪/৫০৬ দন্ডবিধি দায়ের করলে ১ ও ৫ নং আসামী যথাক্রমে ১০ ও ১৪ জুলাই নিম্নাদালত থেকে এবং ২,৩ ও ৪ নং আসামীগন মহামান্য হাইকোর্টের আদেশে বাদীকে হুমকি না দেয়ার শর্তে ৬ সপ্তাহের আগাম জামিন প্রাপ্ত হন। জানিনে মুক্ত হয়ে আসামীগন বাদীকে মামলা প্রত্যাহারসহ প্রাণনাশের হুমকি দেয়ায় বর্তমানে পালিয়ে বেড়াছেন বলে অভিযোগ এনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কুতুবদিয়া, কক্সবাজার আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭/১১৭(সি) ধারায় মিস মামলা নং ৪৬/২০২৩ খ্রি: দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী আব্দুস সালাম গংদের কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেন। বিবাদীরা মামলা মোকাদ্দমা আইন আদালতের তোয়াক্কা না করে প্রভাবশালী ব্যাক্তিদের মাধ্যমে মামলাকে। ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত থেকে প্রতিনিয়ত মামলা প্রত্যাহারের হুমকি দেয়ার অভিযোগ করে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারটি স্হনীয় আইন শৃংখলা রাক্ষাকারী বাহিনীর হস্তুক্ষেপ কামনা করেছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কুতুবদিয়া, কক্সবাজার আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭/১১৭(সি) ধারায় মিস: মামলা নং ৪৬/২০২৩ খ্রি: দায়ের মামলায় বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী আব্দুস সালাম গংদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করিলে উক্ত গ্রেপ্তারী পরোয়ানা ক্ষমতা বলে ২৭ এপ্রিল ২০২৫ খ্রি: আসামী ভূমিদস্যু মো: আব্দুস সালাম ও খান শরীফকে কুতুবদিয়া থানা পুলিশ আটক করিয়া কুতুবদিয়া আদালতে প্রেরণ করেন। বিষয়টি কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন। পরবর্তীতে আদালত শর্তসাপেক্ষে উক্ত ভুমিদস্যু মোঃ আঃ সালাম ও খান শরীফকে জামিনে মুক্তিদেন।