মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
গত ২৫ এপ্রিল ২০২৫ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রাম জেলার ভূজপুর এবং হাটহাজারী থানা এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ লোকমান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ লিটন এবং এসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রুপন কর্মকার কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ
ক। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মামলা নং-০৬(০৬)১৯৯১,ধারাঃ-১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ লোকমান চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি এলাকায় অবস্থান করেছ। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমানিক রাত ০৩০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ লোকমান (৫০), পিতা-আমিন শরীফ, সাং-হারুয়ালছড়ি, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে এবং আইন শৃংঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৩৪ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
খ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মামলা নং ৩৩(০৪)১৮; ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(গ) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ লিটন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফটিকাস্থ প্যারেন্টস ফিলিং স্টেশন এন্ড সার্ভিসিং সেন্টার এলাকয় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমানিক ১৬৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ লিটন (৩৫), পিতা-মৃত হাজী রাজা মিয়া কন্ট্রাক্টর, সাং-ফটিকা কামালপাড়া, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মাহনগরীর পাঁচলাইশ থানার মামলা নং ১০(০২)১৭; ধারা-২০০২ সানের এসিড অপরাধ দমন আইনের ৫/৬/৭/ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রুপন কর্মকার প্রকাশ অভি বড়ুয়া চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ট্যানারী বটতলা এলাকায়
অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমানিক ২১৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রুপন কর্মকার প্রকাশ অভি বড়ুয়া (৩৫), পিতা-বস্কিম কর্মকার, সাং-অংজাইন পাড়া, থানা-রাজস্থলী, জেলা-রাঙ্গামাটি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে এবং আইন শৃংঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ০৭ বছর চট্টগ্রাম জেলা বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম জেলার ভূজপুর, হাটহাজারী এবং রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।