শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
ডেস্ক নিউজ;
চট্রগ্রাম পাঁচলাইশ মডেল থানার এসআই(নিঃ)/মোঃ নুরুল আবছার সঙ্গীয় লিমা-৩২ এর অফিসার এএসআই/রিগান চাকমা ও সঙ্গীয় ফোর্স, কিলো-৩২ এর অফিসার ফোর্সগন ইং ২৪/০৪/২০২৫ তারিখ অনুমান ২৩.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর রেলস্টেশনের পূর্বপাশে তালতলা মাস্টার কলোনীল সামনে হেলালের দোকানে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় আসামী ১। তাজুল ইসলাম (৪২), ২। রফিকুল ইসলাম (৬২), ৩। জসিম উদ্দিন (৫২), ৪। শফিকুল ইসলাম (৩৯), ৫। আমির হোসেন (৩০), ৬। হাবিব উল্লাহ (৫০), ৭। আমজাদ (৪০), ৮। মোঃ মোস্তফা (৫৪), ৯। আব্দুল জলিল (৩৬), ১০। মোঃ ফারুক (৪০), ১১। সাইদুল (৪২), ১২। আয়ুব আলী (৩০), ১৩। আব্দুল মুমতাজ এবং ১৪। সাকিব হাসান (১৮) মোট ১৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেন এবং ০৮(আট) বান্ডেল জুয়া খেলার তাস ও নগদ ২,৮৬০/- (দুই হাজার আটশত ষাট) টাকা উদ্ধার করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ইং ২৩/০৪/২০২৫ তারিখ ২৩:৪৫ ঘটিকার সময় ঘটনাস্থল হতে এসআই/নুরুল আবছার বর্ণিত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।