1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বরগুনার বলেশ্বর মোহনায় ধরা পড়লো আড়াই কেজি ওজনের রূপালী ইলিশ   র‌্যাব-৭,চট্টগ্রাম’র অভিযানে দুলায়েত হত্যা মামলার পলাতক আসামী মোঃ তৈয়ব উল্লাহ  গ্রেফতার।  র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে কৃষকলীগের সভাপতি একাধিক মামলার পলাতক আসামী মেহের আলী গ্রেফতার।  ফ্যাসিস্টে অবৈধ আদেশে বন্ধ হওয়া পাটকলের উৎপাদনের দাবিতে শ্রমিকদের মানববন্ধন পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ টাকা উদ্ধারসহ জুয়াড়ী গ্রেফতার-১৪ শ্রীলংকার অপহৃত তিন নাগরিক মোল্লাহাটে উদ্ধার আটক -৪ র‌্যাব-৭,চট্টগ্রাম’র অভিযানে ১২ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নুর নবী গ্রেফতার।  কৃষক প্রণোদনা কর্মসূচি – বেতাগীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নগরীতে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার- জুলফিকার আলী শার্শার জামতলায় জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত

নগরীতে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার- জুলফিকার আলী

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪৮ জন দেখেছেন

এস এম জাকারিয়া ইসলাম খুলনা থেকে।

কে,এম,পি,খুলনা,গতকাল বুধবার সকাল ৯ঘটিকায় খুলনা বয়রা পুলিশ লাইন্সে কে,এম,পি’ র আয়োজনে অনুষ্ঠিত হয় ইজিবাইক চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে মতবিনিময় সভা। খুলনা নগরস্থ প্রায় সাড়ে তিনশ ইজিবাইক চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন সময়ে খুলনা নগরকে যানযট মুক্ত করে পরি ছন্ন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কে,এম,পি র বিভিন্ন ভিডিও ফুটেজ প্রদর্শন করানো হয়। ভিডিও ফুটেজ তুলে ধরা হয় খুলনা শহর সহ বিভিন্ন জায়গার ইজিবাইকের মুভমেন্ট, গতি বিধি,নিয়ম নীতি, দূর্ঘটনা সহ নানাবিধ ভিডিও ফুটেজ ও গঠন মুলক আলোচনা। আলোচনার এক পর্যায়ে উঠে আসে চার্জিং পয়েন্টের মালিকদের বিভিন্ন মতামত। কি ভাবে চালাতে হবে ইজিবাইক তার ই সু স্পষ্ট নিয়ম নীতি উঠে আসে চার্জিং পয়েন্টের মালিকদের মাঝ থেকে। যোগ বিয়োজন করে মতামত পোষণ করে শৃঙ্খলা মেনে ইজিবাইক চালানো কথা তুলে ধরেন, কে,এম,পি’ র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি আরো বলেন,কে,এম,পি র তত্ত্বাবধানে পত্যেক ইজিবাইক চালককে ট্রেনিং দেওয়া হবে, নেওয়া হবে না কোন ফি, ট্রেনিং শেষে পরীক্ষার মাধ্যমে তাদেরকে সনদ প্রদান করা হবে। তিনি আরো জানান, খুলনা নগরকে যানযট মুক্ত ও দূর্ঘটনার হাত থেকে মুক্তি পেতে হলে অ দক্খ্য চালক, যেখানে সেখানে ওঠা নামা সহ নানাবিধ সমস্যায় এ ট্রেনিং অতি আবশ্যক বলে আমি মনে করি। প্রথমত ৫/৫০০ হাজারের মতো ইজিবাইককে এ আইনের আওতায় আনা হবে পরবর্তী তে আবার প্রয়োজন হলে ধারাবাহিকতায় আবারও এ ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সনদ দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। পরি শেষে খুলনার শহর হোক যনযাট মুক্ত, দূর্ঘটনা সহ নানাবিধ সমাস্যা মুক্ত, গড়ে উঠুক সুখ ও শান্তি ও শৃঙ্খলা র নগর এই আশা বাদ ব্যক্তকরে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।

শেয়ার করুন

আরো দেখুন......