শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি:
কৃষিই সমৃদ্ধি – এই প্রতিপাদ্যে বেতাগী উপজেলায় অনুষ্ঠিত হলো কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান।
২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১/২০২৫-২৬ রোপা আউশ মৌসুম উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয় বীজ ও সার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানজিলা আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজামাল, ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ইকবাল মিয়া।
এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকেরা পাচ্ছেন নতুন উদ্যমে চাষাবাদের সুযোগ – যা কৃষিতে এনে দেবে টেকসই সমৃদ্ধি।