1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বরগুনার বলেশ্বর মোহনায় ধরা পড়লো আড়াই কেজি ওজনের রূপালী ইলিশ   র‌্যাব-৭,চট্টগ্রাম’র অভিযানে দুলায়েত হত্যা মামলার পলাতক আসামী মোঃ তৈয়ব উল্লাহ  গ্রেফতার।  র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে কৃষকলীগের সভাপতি একাধিক মামলার পলাতক আসামী মেহের আলী গ্রেফতার।  ফ্যাসিস্টে অবৈধ আদেশে বন্ধ হওয়া পাটকলের উৎপাদনের দাবিতে শ্রমিকদের মানববন্ধন পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ টাকা উদ্ধারসহ জুয়াড়ী গ্রেফতার-১৪ শ্রীলংকার অপহৃত তিন নাগরিক মোল্লাহাটে উদ্ধার আটক -৪ র‌্যাব-৭,চট্টগ্রাম’র অভিযানে ১২ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নুর নবী গ্রেফতার।  কৃষক প্রণোদনা কর্মসূচি – বেতাগীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নগরীতে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার- জুলফিকার আলী শার্শার জামতলায় জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা আটক-২

  • আপডেট সময়ঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১৪ জন দেখেছেন

জিএম আসাদুজ্জামান আসাদ, বটিয়াঘাটা সংবাদদাতা: 

খুলনার বটিয়াঘাটা থানাধীন তেঁতুলতলা দশগেট এলাকায় গত ১৯ এপ্রিল শনিবার রাতে কিশোরী ধর্ষণনের ঘটনায় ভিকটিমের পিতা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের অতঃপর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে বটিয়াঘাটা পুলিশ । যার মামলা নং- ১৩, তাং-২০/০৪/২০২৫ ইং । ধৃত আসামীরা হলেন, মাথাভাঙ্গা থানার মৃত নওশের আলী গাজীর পুত্র মিজানুর রহমান খোকন (৫০) ও  বটিয়াঘাটা থানার তেঁতুলতলা এলাকার মোঃ আনিস গাজীর পুত্র রূবেল  গাজী (২৭) ।  মামলার অন্য আসামি হলেন, লবনচরা থানার সবুজ তালুকদারের পুত্র মোঃ রিপন তালুকদার ।

 মামলার বিবরণে জানা গেছে, গত ১৯ এপ্রিল শনিবার রাত আনুমানিক ৮ টার সময় ওই কিশোরী সরকারি আশ্রয়ন কেন্দ্রের বসতবাড়ি থেকে দশগেটের পাশে দোকানে বিস্কুট কিনে আনতে যায়। বিস্কুট নিয়ে গুচ্ছগ্ৰামের বাসার দিকে ফিরে আসতে গেলে পথিমধ্যে মিজানুর রহমান খোকন (৫০) নামের এক প্রতিবেশী ভূক্তোভোগী কিশোরী-কে তার বাবা তেঁতুলতলা বাজারে ডাকছে বলে দশগেটের পাশে নিয়ে মুখ চেপে ধরে পরিত্যাক্ত এক ঘরে নিয়ে যায়। পরবর্তীতে ওই দিকে ৩ জন লোক যেতে দেখে মিলন খা নামের এক প্রতিবেশী তাদের কে খুজতে যায়। কিন্তু মিলন খা নদীর দিকে খুজতে গেলে খোকন সহ আরো অজ্ঞাতনামা ৩ জন কিশোরী কে মুখ চেপে ধরে অন্য একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় ।এদিকে মেয়েকে না পেয়ে কিশোরীর মা, বোন ও প্রতিবেশি মিলন খোজা খুজির এক পর্যায়েব রাত সাড়ে ৯ টার দিকে মিলন খা জামাল সাহেবের পুরনো টিউবয়েলের পাশে ফাঁকা নির্জন জায়গায় অজ্ঞান অবস্থায় কিশোরীকে উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে   খুলনা মেডিকেলে হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এব্যাপারে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার’র কাছে জানতে চাইলে তিনি বলেন, এঘটনায় মামলা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে । বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে ।

শেয়ার করুন

আরো দেখুন......