মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারি একটি লেগুনা যোগে অবৈধ ভারতীয় শাড়ি বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমানিক ১৯৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন শহীদ শহীদউল্লাহ কায়সার রোড এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি লেগুনা গাড়িকে থামানোর সংকেত দিলে উক্ত লেগুনাটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র্যাব সদস্যরা আসামী ইমাম হোসেন (৪২), পিতা-মৃত মিজানুর রহমান, সাং-পূর্ব ছাগলনাইয়া, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে
আটককৃত আসমীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে উক্ত লেগুনা গাড়িতে থাকা ০৫টি বস্তার ভিতর হতে বিপুল পরিমান অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার এবং চোরাইকাজে ব্যবহৃত লেগুনা গাড়িটি জব্দসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।